PM Kisan 15th Installment: দেশের কৃষক দের আর্থিক ভাবে সহযোগিতা করার জন্যে কেন্দ্রীয় সরকার চালু করেছেন একটি প্রকল্প যার নাম হলো PM Kisan Samman Nidhi Yojana. এই যোজনার আওতাভুক্ত কৃষকরা ২ হেক্টর পর্যন্ত চাষ যোগ্য জমির জন্যে বছরে ৬০০০ টাকা করে পেয়ে থাকেন। এই ৬০০০ টাকা একেবারে না দিয়ে, ২০০০ টাকা করে ৩ টি কিস্তিতে দেওয়া হয়। সেই টাকা সরাসরি চলে আসে ব্যাঙ্ক একাউন্টে। এরকম ১৪ টি কিস্তি দেওয়া হয়েছে। এবছর এই যোজনার ১৫ তম কিস্তির জন্যে কোটি কোটি কৃষক অপেক্ষা করে রয়েছেন। কবে পাওয়া যাবে PM Kisan 15th Installment এর টাকা, কি কি নতুন নিয়ম যোগ হলো, কিভাবে নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে পারবেন এই যোজনার জন্যে রইলো বিস্তারিত তথ্য।
আরও পড়ুন:
- PM Vishwakarma Yojana 2023: ৩ লক্ষ টাকা কারা কারা পাবেন ? প্রতিদিন ৫০০ টাকা! কি কি ডকুমেন্টস লাগবে রইলো বিস্তারিত তথ্য
- Tomato Price Hike: 100 টাকা দিয়ে আর কতদিন টমেটো কিনতে হবে ? বড়ো চক্রান্ত ?
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
Contents
PM Kisan 15th Installment 2023 Date
PM Kisan 14 th Installment এর টাকা দেওয়া হয়েছিল ২০২৩ এর ২৭ জুলাই। এর পর যে 15th Installment এর টাকা দেওয়া হবে আশা করা হচ্ছে তা ২০২৩ এর অক্টোবর এর মাঝামাঝি সময় থেকে নভেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন কৃষকরা।
PM Kisan 15th Installment Beneficiary List
যে সমস্ত কৃষকরা রেজিস্ট্রেশন করেছিলেন ১৫ তম কিস্তির টাকা টি পাওয়ার জন্যে, তাদের মধ্যে কারা সেটি পেয়ে যাচ্ছেন তা চেক করে নিতে পারেন এই বেনিফিসিয়ারি লিস্ট এর মাধ্যমে। https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আপনি লিস্ট টি চেক করে নিতে পারবেন।
PM Kisan Beneficiary Status কিভাবে চেক করবেন:
- https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যান।
- এবার Beneficiary Status এ ক্লিক করুন।
- ওখানে ভেরিফিকেশন মেথড কোনটি আপনি বেছে নিতে চান তার অপশন দেওয়া থাকবে, যেমন আধার কার্ড, মোবাইল নম্বর অথবা একাউন্ট নম্বর। যেকোনো একটি অপশন বেছে নিন।
- যা যা ডিটেলস চাওয়া আছে তা পূরণ করুন।
- Submit বোতাম টিপে সাবমিট করুন।
- এরপর আপনি আপনার PM-KISAN স্টেটাস এবং পেমেন্ট ডিটেলস দেখতে পাবেন।
- ভবিষ্যতে ব্যবহারের জন্যে সেভ করে রাখুন।
PM Kisan 15th Installment এর টাকা পাওয়ার জন্যে অবশ্যই যা যা করতে হবে
PM Kisan এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এ জানানো হয়েছে যে ১৫ তম কিস্তির টাকা পেতে গেলে আপনাকে অবশ্যই ৩ টি কাজ করে নিতে হবে। সেগুলি হলো-
- EKYC: কৃষকদের EKYC করতে হবে। PM Kisan এর ওয়েবসাইটে গিয়ে ওটিপি র মাধ্যমে এই EKYC করিয়ে নিতে হবে। অথবা নিকটবর্তী CSC সেন্টারে গিয়েও আপনারা এটি করিয়ে নিতে পারবেন। EKYC না করানো থাকলে আপনার নাম ১৫ তম কিস্তি থেকে বাদ পড়ে যেতে পারে।
- জমির স্বত্ব অর্থাৎ জমির মালিকানা যিনি আবেদন করছেন তার নামেই থাকতে হবে।
- আধার লিংক: আধার কার্ড এর সাথে ব্যাঙ্ক একাউন্ট অবশ্যই লিংক করতে হবে।
প্রকল্পের নাম | PM Kisan Samman Nidhi Yojana |
এই যোজনা প্রথম শুরু হয় (PM Kisan Yojana Launch Date) | ২৪ ফেব্রুয়ারী, ২০১৯ |
কেন্দ্রীয় বিভাগ | Ministry of Agriculture & Farmers Welfare |
যোজনার লাভ নিতে পারবেন | কৃষকরা |
যোগ্যতার মানদণ্ড (Eligibility Criteria) | 1. ২ হেক্টর পর্যন্ত চাষ যোগ্য জমি থাকতে হবে। 2. কৃষকের জমি আবাদি হবে। 3. জমির নথিতে কৃষকের নাম থাকবে। 4. কৃষকের বয়স হবে ১৮-৪০ এর মধ্যে। |
যোজনার উদ্দেশ্য | এই প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষক বন্ধুদের আর্থিক মন্দা দূর করে তাদের ফলন বাড়াতে সাহায্য করা। |
সহায়তা প্রদান | এই প্রকল্পের আওতাধীন কৃষকদের বছরে ৬০০০ টাকা করে অনুদান দেওয়া হয়। |
পেমেন্ট এর প্রক্রিয়া | ৩ টি সমান installment এর মাধ্যমে ২০০০ টাকা করে বছরে টোটাল ৬০০০ টাকা দেওয়া হয় যা সরাসরি ব্যাঙ্ক একাউন্টে এসে যায়। |
প্রকল্পের বাজেট | কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্যে প্রাথমিক ভাবে 75000 কোটি টাকা বরাদ্দ করেন। |
Web Site | pmkisan.gov.in |
PM Kisan 15th Installment Date | ২০২৩ এর অক্টোবর থেকে নভেম্বর এর মধ্যে ১৫ তম কিস্তির টাকা প্রদান করা হবে। |
PM Kisan 2023 New Registration
যারা ২০২৩ সালে নতুন করে কিষান সম্মান নিধি প্রকল্পের জন্যে আবেদন করতে চান তারা কি ভাবে আবেদন করবেন, কি কি কাগজ লাগবে, কি শর্ত রয়েছে আবেদনের সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য রইলো-
কিষান সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্যে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে pmkisan.gov.in ওয়েবসাইটে।অনলাইন আবেদন করার সময় জমির পর্চা, ব্যাঙ্ক একাউন্ট, আধার কার্ড সব সঠিক তথ্য আপলোড করতে হবে।
PM Kisan Samman Nidhi Yojana কি কি ডকুমেন্টস লাগবে:
অনলাইন আবেদন করার পর স্ব-স্বাক্ষর/ টিপসই সহ নিম্নলিখিত নথিপত্রের জেরক্স বা ফটোকপি জমা করতে হবে-
- অনলাইন এপ্লিকেশন রিসিভ কপি– অনলাইনে আপনি যখন এই প্রকল্পের জন্যে আবেদন করবেন তখন একটি রিসিভ কপি আপনাকে দেওয়া হবে। সেই রিসিভ কপি টি অন্যান্য ডকুমেন্টস এর সাথে আপলোড করতে হবে।
- স্ব -ঘোষণাপত্র – এটি আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন সেটি পূরণ করে জমা দিতে হবে।
- আধার কার্ড
- ভোটার কার্ড
- রেশন কার্ড
- আধার নম্বর এর সঙ্গে সংযুক্ত থাকা ব্যাঙ্ক একাউন্টের পাস বই এর সামনের পাতার জেরক্স।
- আধার নম্বর এর সাথে যুক্ত মোবাইল নম্বর।
- আবেদনকারীর নিজের নামের জমির পর্চা।
আবেদনের জন্যে প্রয়োজনীয় শর্তাবলী:
- ক্রয়, দানপত্র জমির ক্ষেত্রে জমির রেকর্ড/ মিউটেশন অবশ্যই ০১-০২-২০১৯ এর আগে হতে হবে।
- ০১-০২-২০১৯ পর উত্তরাধিকার সূত্রে (পিতা বা স্বামী) প্রাপ্ত জমির ক্ষেত্রে নিজের নামে জমির পর্চার সাথে মৃত পিত বা স্বামীর নামে পর্চা (অবশ্যই ০১-০২-২০২১৯ এর পূর্বে হতে হবে), ডেথ সার্টিফিকেট, ওয়ারিশন সার্টিফিকেট লাগবে।
- বিবাহিত পুরুষ বা মহিলার ক্ষেত্রে উক্ত নথিপত্রের সাথে স্ত্রী বা স্বামীর আধার কার্ড, ভোটার কার্ড এর জেরক্স বা ফটোকপি দিতে হবে। স্বামী অথবা স্ত্রী মারা গেলে তার ডেথ সার্টিফিকেট দিতে হবে।
- অবিবাহিতদের ক্ষেত্রে পঞ্চায়েত এর থেকে অবিবাহিত হওয়ার শংসাপত্র দিতে হবে।
PM Kisan 15th Installment FAQ
PM Kisan 14th Installment কবে দেওয়া হয়েছিল?
২০২৩ এর ২৭ জুলাই ১৪ তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল।
PM Kisan 15th Installment এর ডেট কবে (What is the date of PM Kisan 15th Installment)?
২০২৩ এর অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে ১৫ তম কিস্তির টাকা দেওয়া হবে বলে অনুমান করা যাচ্ছে।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !