Indian Air Force  (IAF) ৮ অক্টোবর ২০২৩ পালন করতে চলেছে ৯১ তম বায়ুসেনা দিবস।

১৯৩২ সালে ৮ অক্টোবর প্রতিষ্ঠিত হয় ভারতীয় বিমান বাহিনী। তাই প্রতিবছর ৮ অক্টোবর দিনটি Indian Air Force Day হিসেবে পালিত হয়। 

ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হওয়ায় প্রথমে এর নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স। ১৯৫০ সালে তা পরিবর্তন করে হয়  ইন্ডিয়ান এয়ার ফোর্স।

এই বছর ২০২৩ সালে ভারতীয় বায়ু সেনা দিবস এর সেলিব্রেশন উৎসবটি পালন হচ্ছে প্রয়াগরাজ উত্তরপ্রদেশে।

ভারতীয়  আকাশ সীমার সুরক্ষা নির্ধারণ করাই ভারতীয় বায়ুসেনার প্রধান উদ্দেশ্য। দীর্ঘ ৯১ বছর ধরে তা পালন করে চলেছে IAF

ভারত  স্বাধীনতা লাভের পর থেকে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বিরুদ্ধে ৪টি যুদ্ধে এবং চীনের বিরুদ্ধে  একটি  যুদ্ধে অংশগ্রহণ করে। 

এছাড়া অপারেশন বিজয় , অপারেশন মেঘদূত, অপারেশন ক্যাকটাস, অপারেশন পুমালাই এর মতো গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে ভারতীয় বিমান বাহিনী।

বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম বায়ুসেনা হলো   Indian Air Force

আজ ভারতীয় বায়ু সেনা দিবসে দেশের সুরক্ষা শান্তিপূর্ণভাবে বজায় রাখার জন্যে IAF কে দেশবাসীর তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। জয় হিন্দ।

আরও স্টোরি দেখতে আমাদের টেলিগ্রাম জয়েন করুন।