Mahalaya 2023 আগমনীর সুর বেজে উঠেছে আশ্বিনের শারদপ্রাতে!

Mahalaya 2023:

আনন্দময়ী মহামায়ার পদধ্বনি
অসীম ছন্দে বেজে ওঠে
রূপলোক ও রসলোক
আনে নব ভাবমাধুরীর সঞ্জীবন।

Mahalaya 2023
Mahalaya 2023

ধরায় মহামায়ার পদধ্বনি পড়তে আর হাতে গোনা কয়েকদিন। সেই আগমনী বার্তা এনে দিচ্ছে কাশফুল। এসে গেলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ মহালয়া। মহালয়ার শুভক্ষণে হয় দেবী প্রতিমার চক্ষুদান, হাজার হাজার মানুষ এইদিন তর্পন করে থাকেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। বাঙালির জীবনে মহালয়ার এক আলাদা অতুলনীয় মহত্ব রয়েছে যা যুগ যুগ ধরে ধারাবাহিক আবহে বয়ে চলেছে।

বাঙালির মহালয়া শুরু হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ দিয়ে। সে এক অপূর্ব অনুভূতি। সারাবছর ধরে তুলে রাখা এক খান রেডিও মহালয়ার একদিন আগে বেরিয়ে পড়ে বাড়িতে বাড়িতে। টেলিভিশন এর চেয়ে রেডিও এ মহালয়া শোনা যেন বেশি সুখকর মনে হয়। ঠিক ভোর ৪ টা বাজলেই রেডিও এ বেজে ওঠে ‘ আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে…..’ ভোরের হিমেল হাওয়া, মৃদুমন্দ বাতাস, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ চালানো রেডিও টা আর এক কাপ চা, উফফ এই অনুভূতি যে কি অনুভূতি তা ভাষায় প্রকাশ করলে বোধ হয় অনুভূতি টা কে ছোট করা হয়। আর সবথেকে মজার ব্যাপার হলো মহালয়া র যে অনুভূতি আজ থেকে ১০-২০ বছর আগে থেকে মানুষের মধ্যে ছিল আজ ও কিন্তু তা সমান ভাবে রয়ে গেছে।

Durga Face images
Durga Face images

আরও পড়ুন:

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

Mahalaya 2023

ভোরে উঠে মহালয়া শোনার পর শুরু হয়ে যায় গঙ্গার ঘাটে তর্পনের ভিড়। অনেকে বাড়ি থেকেও এই তর্পন করে থাকেন। পিতৃ পুরুষের উদ্দেশে এই তর্পন করা হয়ে থাকে। তবে কেবল নিজের নিজের পিতৃপুরুষের তর্পন করলেই তা সম্পন্ন হয় না। তর্পন বিভিন্ন ধরণের হয় দেব তর্পন, ঋষি তর্পন, পিতৃ তর্পন প্রভৃতির পাশাপাশি রাম ও লক্ষণ তর্পনের মাধ্যমে সমস্ত মৃত মানুষের আত্মার শান্তি কামনা করে তাদের উদ্দেশ্যে ও তর্পন করা হয়ে থাকে। অনেকে নিজের মৃত পিতা মাতার উদ্দেশ্যে পিন্ড দানের জন্যে এই বিশেষ দিন টিকে বেছে নেন। মহালয়ার দিন থাকে অমাবস্যা। তার পর দিন কে বলা হয় প্রতিপদ। প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষের।

তর্পন
তর্পন

কথিত আছে মহালয়ার দিন দেবী তার দুই ছেলে কার্তিক, গনেশ এবং দুই মেয়ে লক্ষী, সরস্বতী সহ মর্ত্যে নেমে এসে বেল তলায় আশ্রয় নেন। তারপর প্রতিপাদ থেকে ঘট স্থাপন করে শুরু হয় মায়ের আরাধনা। কোনো কোনো জায়গায় আবার ষষ্ঠী থেকে বোধন শুরু হয়।

Mahalaya 2023 Date

আর মাত্র কয়েকদিন, আগামী ১৪ অক্টোবর, ২০২৩ এ পড়েছে মহালয়ার সুবর্ণ তিথি। আসুন জেনে নেওয়া যাক অমাবস্যার তিথি সম্পর্কে –

অমাবস্যা অক্টোবর 2023: বিশুদ্ধ সিদ্ধন্ত পঞ্জিকা অনুযায়ী ১৩ অক্টোবর রাত ৯ টা বেজে ৫২ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে। এবং অমাবস্যা থাকবে পরের দিন অর্থাৎ ১৪ অক্টোবর শনিবার রাত ১১ টা বেজে ২৫ মিনিট পর্যন্ত।

গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে অমাবস্যা পড়বে ১৩ অক্টোবর রাত ৯ টা বেজে ২৬ মিনিটে এবং শেষ হবে ১৪ অক্টোবর রাত ১০ টা বেজে ৪৯ মিনিটে।

Star Jalsha Mahalaya 2023

birendra krishna bhadra mahalaya শোনা ছাড়াও দর্শক টেলিভিশন এ ও মহালয়া দেখতে পছন্দ করেন। তাই প্রতি বছর বাংলা টিভি চ্যানেল গুলি সাজিয়ে নিয়ে আসে মহালয়াকে এক নতুন রূপে। এবছর ষ্টার জলসা চ্যানেল এর মহালয়া অনুষ্ঠিত হবে স্কন্দ পুরান অনুসারে। স্কন্দ অর্থাৎ মহাদেব ও দেবী পার্বতীর পুত্র কার্তিক বেশি প্রাধান্য পাবে। কার্তিক এর চরিত্রে অভিনয় করছেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের মানিক অর্থাৎ সুকৃত সাহা। মহালয়ার নতুন চমক ষ্টার জলসায় দেবী দুর্গার সাজে দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিক কে। বহু বছর পর কোয়েল দর্শক দের কাছে ধরা দিতে চলেছেন দূর্গা রূপে।

সুরিন্দর ফিল্মস এর প্রযোজনায় স্কন্দ পুরান অনুযায়ী অভিনীত মহালয়ায় দেবী দূর্গা চরিত্রে যে কোয়েল রয়েছেন তা অনেকদিন আগের থেকেই দর্শকের কাছে খুশির সাথে ঘোষণা করেছেন কোয়েল। টলিউড এর অভিনেত্রী ছাড়াও আজকাল দর্শকের মনে আলাদা রকম জায়গা করে নিয়েছে টেলিভিশনের অভিনেত্রীরা। কোয়েল ছাড়া মহালয়ায় অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই টেলি তারকাদের। শোনা যাচ্ছে দেবী গঙ্গার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তৃনা সাহা কে। গল্প কথক হিসেবে নাচের তালে তালে ধরা দেবেন তৃনা সাহা এবং অভিনেত্রী সন্দীপ্তা সেন।

Mahalaya 2023 Zee Bangla

জী বাংলার মহালয়ার নামকরণ হয়েছে নবপত্রিকা নামে। এই বার জী বাংলায় দেবী দূর্গা রূপে দেখা যাবে জগদ্ধাত্রী ধারাবাহিকের অভিনেত্রী অঙ্কিতা পাল কে। এছাড়াও অন্যান্য টিভি তারকাদের বিভিন্ন চরিত্রে দেখা যেতে চলেছে। যেমন মানালি দে, শ্রাবনী ভূঁইয়া, দিতিপ্রিয়া রায় সহ বাঙালির প্রিয় মেগা ধারাবাহিকের তারকাদের নিয়ে ‘নবপত্রিকা’ জমজমাট।

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

Mahalaya 2023 FAQ

মহালয়া কি বার?

২০২৩ সালের মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, শনিবার।

Durga Puja কবে ?

২০২৩ এ দূর্গা পূজা ২০ অক্টোবর (ষষ্ঠী) থেকে ২৪ শে অক্টোবর (বিজয়া দশমী) পর্যন্ত।

সবাইকে জানাই শুভ মহালয়া ও শুভ দুর্গাপূজা।

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

Leave a Comment