ধরায় মহামায়ার পদধ্বনি পড়তে আর হাতে গোনা কয়েকদিন। সেই আগমনী বার্তা এনে দিচ্ছে কাশফুল। এসে গেলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ মহালয়া।
বাঙালির জীবনে মহালয়ার এক আলাদা অতুলনীয় মহত্ব রয়েছে যা যুগ যুগ ধরে ধারাবাহিক আবহে বয়ে চলেছে।
বাঙালির মহালয়া শুরু হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ দিয়ে। সে এক অপূর্ব অনুভূতি।
আর মাত্র কয়েকদিন, আগামী ১৪ অক্টোবর, ২০২৩ এ পড়েছে মহালয়ার সুবর্ণ তিথি।
ভোরে উঠে মহালয়া শোনার পর শুরু হয়ে যায় গঙ্গার ঘাটে তর্পনের ভিড়। অনেকে বাড়ি থেকেও এই তর্পন করে থাকেন।
Fill in some text
কথিত আছে মহালয়ার দিন দেবী তার দুই ছেলে কার্তিক, গনেশ এবং দুই মেয়ে লক্ষী, সরস্বতী সহ মর্ত্যে নেমে এসে বেল তলায় আশ্রয় নেন।
বিশুদ্ধ সিদ্ধন্ত পঞ্জিকা অনুযায়ী ১৩ অক্টোবর রাত ৯ টা বেজে ৫২ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে। এবং অমাবস্যা থাকবে পরের দিন অর্থাৎ ১৪ অক্টোবর শনিবার রাত ১১ টা বেজে ২৫ মিনিট পর্যন্ত।
মহালয়ার নতুন চমক ষ্টার জলসায় দেবী দুর্গার সাজে দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিক কে। বহু বছর পর কোয়েল দর্শক দের কাছে ধরা দিতে চলেছেন দূর্গা রূপে।
যুগযুগ ধরে চলুক এই আবহমান প্রতীক্ষা এবং প্রতীক্ষার অবসানের রেষ।