সৌমিলি চক্রবর্তী

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ‘উর্মি ‘কে চেনেন তো ?

স্বস্তিকা ঘোষ

বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের প্রধান চরিত্র ‘দীপা’র ভূমিকায় রয়েছেন স্বস্তিকা।

বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের ‘মিশকা’ হলেন বাস্তব জীবনের অহনা।

অহনা দত্ত

বাংলা মিডিয়াম এর জনপ্রিয় অভিনেত্রী।

সম্পুর্না লাহিড়ী

কুয়াশা বিশ্বাস

কুয়াশা বিশ্বাস

বর্তমানে বাংলা মিডিয়াম serial এ অভিনয় করছেন।

তিয়াশা লেপ্চা

তিনি কৃষ্ণকলি serial এর ‘শ্যামা’ নামে দর্শকের কাছে জনপ্রিয়

ইন্দ্রানী পাল

২০১৯ সালে ‘বরণ’ সিরিয়ালে তিথি পরিচয় নিয়ে ওনার ছোট পর্দায় আগমন।

শার্লি মোদক

‘হংসিনী’ ওরফে হাঁস, চেনা চেনা লাগছে তো ! হ্যাঁ হ্যাঁ লক্ষী কাকিমা সিরিয়াল এরই কথা হচ্ছে। চলুন জেনেনি হাঁস ওরফে sharly কে নিয়ে।

অনুরাগের ছোঁয়ার লাবণ্যর কথাই হচ্ছে , তবে বাস্তবে কিন্তু উনি লাবণ্য নন।  উনি রূপাঞ্জনা মিত্র।

রূপাঞ্জনা মিত্র

লক্ষী কাকিমা সুপারস্টারের লক্ষীদির মিষ্টি একজন মেয়ে ছিল ‘রিয়া’, মনে  পড়েছে ! আরো অনেক বাংলা সিরিয়ালে, ওয়েব সিরিজ এ হয়তো  দেখেছেন ওনাকে।