GST on Online Gaming: অনলাইন গেমিং এ কি 28% GST থাকবে ? GST Counsil Meet 2nd Aug, 2023

GST on Online Gaming: Goods and Service Tax অর্থাৎ GST, এর ৫১ তম মিটিং সম্পন্ন হলো 2nd August, 2023 এ। অনলাইন গেমিং, ক্যাসিনো ইত্যাদির ওপর যে ২৮ % ট্যাক্স এর নীতি চলছিলো সেটাই চলতে থাকবে। কোনো পরিবর্তন হবে না এই ২৮% ট্যাক্স এর। কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন তাই জানালেন GST Counsil Meet এর ৫১ তম বৈঠকে।

পয়লা অক্টোবর থেকে এই নিয়মটি প্রযোজ্য করা হবে। পরবর্তী ছয় মাস ধরে এটি নজরে রাখা হবে এবং এর প্রভাব খতিয়ে দেখা হবে। তারপর ফাইনাল ডিসিশন নেওয়া হবে GST on Online Gaming এর ওপর।

আরও পড়ুন:

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

GST Counsil Meet এর আলোচ্য বিষয়

২ রা আগস্ট ,২০২৩ এর এই GST Counsil Meet এর ভিডিও কনফারেন্স এ আলোচিত বিষয়গুলির মধ্যে কয়েকটি বিষয় প্রধান।

  • 28% GST on Online Gaming প্রযোজ্য হবে কি না ?
  • Online gaming এর সঠিক সংজ্ঞা নির্ধারণ।
  • জুলাই এর ২৮ তারিখে অনলাইন গেমিং, হর্স রেস, ক্যাসিনো এর ওপর ২৮% ট্যাক্স এর সিদ্ধান্তের ওপর দৃষ্টিপাত করা।
28% GST on Online Gaming
28% GST on Online Gaming

28% GST on Online Gaming কি প্রযোজ্য হবে ?

১১ ই জুলাই,২০২৩ এর মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন গেমিং এর ওপর ২৮% ট্যাক্স চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বড়োবড়ো স্টার্টআপস ও অন্যান্যদের কাছে ইটা ক্লিয়ার ছিল না যে অনলাইন গেমিং বলতে কি বোঝানো হয়েছে ? এর মধ্যে দক্ষতা এর গেম(game of skill)এবং সুযোগ এর গেম(game of chance) এর কোনো উল্লেখ ছিল না। তাই জানা যাচ্ছিলো না যে এই ট্যাক্স দক্ষতার গেম এর ওপর প্রযোজ্য হবে নাকি সুযোগের গেমের ওপর প্রযোজ্য হবে ?

কিন্তু ২রা আগস্ট , বুধবারের এই মিটিং এ নির্মলা সীতারমন স্পষ্ট করে দেন যে দক্ষতা এবং সুযোগ উভয় প্রকার গেম এর ক্ষেত্রেই ২৮% GST প্রযোজ্য হবে। এর সঙ্গে ঘোড়দৌড়, ক্যাসিনো জাতীয় গেমিং এর ওপর ও ২৮% ট্যাক্স ধার্য করা হয়েছে।

দক্ষতা এর গেম ভার্সেস সুযোগ এর গেম(game of skill vs game of chance)

গেম অফ স্কিল কি ? গেম অফ চান্স কি ? কখনও জানতে চেয়েছেন কি ? আর এই নিয়ে এতো মাতামাতি কেন জানেন কি ? কারণ গেম অফ স্কিল এর ওপর এতদিন ট্যাক্স ছিল ১৮% আর গেম অফ চান্স এর ওপর ট্যাক্স ছিল ২৮%। তবে জেনে নিন কি এই গেম অফ স্কিল আর গেম অফ চান্স

mobile-online-gaming

গেম অফ স্কিল: গেম অফ স্কিল মূলত সেইসব গেম কেই বোঝায় যেগুলি জেতার সম্ভাবনা নির্ভর করে খেলোয়াড় এর স্কিল বা দক্ষতার ওপর। যেমন দাবা(Chess), ক্যারম(Carrom) ইত্যাদি।

গেম অফ চান্স: গেম অফ স্কিল মূলত সেইসব গেম কেই বোঝায় যেগুলি জেতার সম্ভাবনা খেলোয়াড় এর স্কিল বা দক্ষতার ওপর নির্ভর না করে ভাগ্য বা সুযোগ এর ওপর নির্ভর করে। যেমন লটারী(Lottery), ডাইস(Dice) ইত্যাদি।

GST Counsil Meet এর তাৎপর্য

GST কাউন্সিলের এই ভিডিও মিটিং অনেকটাই প্রভাব ফেলতে চলেছিও অনলাইন গেমিং কাস্টমারদের ওপর। গেম অফ স্কিল আর গেম অফ চান্স এর কোনো বাহানাই কাজ করলো না আর। সমস্ত জটিলতা মিটিয়ে দিলো এই মিটিং এর ফলাফল। এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে গেম অফ স্কিল আর গাং,এ অফ চান্স উভয় ক্ষেত্রেই 28% GST on online gaming আদায় করা হবে। আর স্পষ্ট ভাবে জানা যায় যে সম্পূর্ণ আয়ের ওপর ২৮% GST দিতে হবে।

উপভোক্তাদের প্লাটফর্ম ফী এর সাথে সাথে দিতে হবে ২৮% উপরি ট্যাক্স। যার ফলে আয়ের খুব অল্প অংশই পাবেন খেলোয়াড়রা। তাই GST on online gaming অনেকটাই উপভোক্তাদের অনলাইন গেমিং এর ওপর থেকে আগ্রহ কেড়ে নেবে। যার ফলে খুব ক্ষতিগ্রস্ত হবে online gaming platform গুলি। নতুন অনলাইন বেটিং গেম স্টার্টআপস গুলি প্রায় গুটিয়ে যাওয়ার সম্মুখীন হবে।

GST on Online Gaming FAQs

GST on Online Gaming এর নিয়ম কবে থেকে প্রযোজ্য হবে ?

২০২৩ এর অক্টোবর থেকে সমস্ত অনলাইন গেমিং এর ওপরে ২৮% ট্যাক্স আরোপ করা হবে। দেখা হবে না সেটা স্কিল অথবা চান্স এর গেম।

গেম অফ স্কিল এবং গেম অফ চান্স থেকে কিভাবে ট্যাক্স কাটা হবে(How is game of chance taxed vs game of skill)?

জুলাই এর GST কাউন্সিল মিটিং এর আগে পর্যন্ত গেম অফ স্কিল এর ওপর ১৮% এবং গেম অফ চান্স এর ওপর ২৮% ট্যাক্স নেওয়া হতো। কিন্তু এই মিটিং এর পর থেকে সুনিশ্চিত করা হয় যে উভয় প্রকার গেমিং এর ওপরেই ২৮% ট্যাক্স কাটা হবে, যা প্রযোজ্য হবে ২০২৩ এর অক্টোবর থেকে।

Leave a Comment