Krishna Janmashtami

জন্মাষ্টমী অর্থাৎ শ্রী কৃষ্ণের জন্মোৎসব হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে বিশেষ একটি উৎসব। কথিত আছে একশত একাদশী পালন করলে যে পুন্য ফল পাওয়া যায় কেবল একবার জন্মাষ্টমী ব্রত পালন করলেই তার সমান পুন্য অর্জন করা যায়।

এবছর এই শুভ দিনটি পড়েছে বাংলার পঞ্চামৃত তারিখ ১৪৩০ এর ১৯ ভাদ্র এবং শুভ জন্মাষ্টমী ২০২৩ তারিখ হলো ইংরেজির 6 সেপ্টেম্বর, ২০২৩ বুধবার।

জন্মাষ্টমী 2023 সময়সূচি বাংলা

পুজোর ভোগ নিবেদন

মাখন, মিছরি, নাড়ু এবং তালের তৈরি যেকোনো জিনিস গোপালের খুবই প্রিয় এমনটা মান্যতা রয়েছে তাই এই সামগ্রীগুলি অবশ্যই যাতে অর্পণ করা যায় সেদিকে খেয়াল রাখবেন।

“হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে।”

krishna bani in bengali

Krishna Janmastami PNG Image Download করতে See More এ ক্লিক করুন !

Krishna Drawing

জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারী।

প্রভাতে দিয়েছো আলো তুমি  পাখির কুজন তোমারি দান  ফুলেরা ছড়ায় গন্ধ তোমারি  জলের ধারায় তোমার প্রাণ আকাশে লিখেছো কবিতা তুমি  বাতাসে বইছে তোমারি নাম   বর্ষা বাজায় ছন্দ তোমারি   ফাগুনে ছড়ায় তোমারি নাম    প্রভু তোমার চরণে শত প্রণাম। 

Happy Janmastami Wishes

Krishna!! Krishna!! Yes Maiya !!  Eating mud !  No Maiya !!  Telling lie ?  No Maiya !!  Open your mouth ! Ha Ha Ha !!

Poem on Janmashtami

গোপালের জন্যে স্পেশাল কেক (Janmashtami Special Cake)

আরও জানতে  নিচে ক্লিক করুন