PM Vishwakarma Yojana: ব্যাঙ্কের গ্যারান্টি ছাড়াই নেওয়া যাবে ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন! ২০২৩ বাজেটে শিল্পী ও কারিগরদের জন্যে নতুন প্রকল্প নিয়ে এলো সরকার। কারা কারা করতে পারবেন আবেদন রইলো বিস্তারিত তথ্য!
দেশবাসীর জন্যে কেন্দ্রীয় সরকার চালু করলেন নতুন প্রকল্প। দেশের শিল্পী ও কারিগরদের যোগ্য সম্মান দিয়ে শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে এমনটাই দাবি মোদী সরকারের। এই প্রকল্পের জন্যে বরাদ্দ হয়েছে ১৩ হাজার কোটি টাকা। ২০২৩ এর সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন।
আরও পড়ুন:
- Radha Ashtami 2023 in Bengali, রাধাষ্টমী পুজোর সময়সূচি, পুজোর বিধি। Radha Ashtami 2023 Date and Time
- Krishna Janmashtami 2023 পুজোর Date,সময়সূচি, নিয়ম ও বিধি, জন্মাষ্টমীর ব্রত কথা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২০২৩ বাংলা
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
Contents
PM Vishwakarma Yojana:
কারা এই প্রকল্পের জন্যে আবেদন করতে পারবেন:
- কার্পেন্টর
- লোহার
- দর্জি
- ধোপা
- মুচি
- কুমোর
- কামার
- স্বর্ণকার
- রাজমিস্ত্রি
- নাপিত
- মালাকার
- ছুতোর
- অস্ত্রকার
- ভাস্কর পাথর খোদাইকারী
- পাথর ভাঙা
- নৌকা নির্মাতা
- ঝুড়ি, মাদুর, ঝাড়ু প্রস্তুতকারক
- পুতুল এবং খেলনা নির্মাতা
- হাতুড়ি ও টুলকিট প্রস্তুতকারক
- মাছ ধরার জাল প্রস্তুতকারক
প্রভৃতি কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই প্রকল্পের আওয়াতায় পড়ছেন, অনলাইনে বিশ্বকর্মা প্রকল্পের জন্যে আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা ১৮ বছরের বেশি হতে হবে। আবেদনকারী অবশ্যই ভারতবাসী হতে হবে।
PM Vishwakarma Kaushal Samman Yojana উদ্দেশ্য:
১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তীতে এই প্রকল্পের শুভসূচনা করলেন প্রধানমন্ত্রী। বিশ্বকর্মা শ্রম সম্মান যোজনার উদ্দেশ্য হলো দক্ষ কারিগরদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। আবেদনকারীরা একটা প্রশিক্ষণ সেশন ( নিজ নিজ ক্ষেত্রের জন্যে স্পেশাল ট্রেনিং) পাবেন যা কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
PM Vishwakarma Yojana Documents ( প্রয়োজনীয় নথি):
- আধার কার্ড
- পরিচয় পত্র ( ভোটার কার্ড / প্যান কার্ড)
- আবাসিক শংসাপত্র ( Residential Certificate)
- মোবাইল নম্বর
- জাত শংসাপত্র ( কাস্ট সার্টিফিকেট)
- ব্যাঙ্ক একাউন্ট পাসবুক
- পাসপোর্ট সাইজ এর ছবি
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
কি কি সুবিধা পাওয়া যাবে:
- প্রথম পর্যায় ১ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে মাত্র ৫ % সুদের হরে। সেই লোন শোধ করতে হবে ১৮ মাসের মধ্যে।
- দ্বিতীয়বার আবার লোন নেওয়া যাবে ২ লক্ষ টাকা পর্যন্ত যা শোধ করতে হবে ৮ শতাংশ সুদের হরে ৩০ মাসের মধ্যে।
- আবেদনকারীদের নিজ নিজ ক্ষেত্রে স্কিল ট্রেনিং দেওয়া হবে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের।
- ট্রেনিং চলাকালীন আবেদনকারীরা বৃত্তি হিসেবে প্রতিদিন ৫০০ টাকা করে পাবেন।
- ট্রেনিং শেষ হওয়ার পর কাজের জন্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্যে সরকার থেকে শিল্পী দের দেওয়া হবে ১৫০০০ টাকা। যা কিন্তু সরকারকে ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। এই টাকা পুরোপুরি দেওয়া হবে কাজের সামগ্রী কেনার জন্যে।
- সব শেষে দেওয়া হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং পরিচয়পত্র।
- লোন এর টাকা ফেরত দেওয়ার সময় প্রতি ডিজিটাল লেনদেনে ১ টাকা করে ইনসেনটিভ দেবে সরকার।
PM Vishwakarma Yojana Online Apply:
অনলাইনে কিভাবে আবেদন করবেন:
এই প্রকল্প পুরোপুরি অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদন নিজের থেকে করা যাবে না। আবেদন করার জন্যে পার্শবর্তী CSC অর্থাৎ Customer Service Centre এ যেতে হবে।
- এই যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://pmvishwakarma.gov.in এই ওয়েবসাইটে। অনলাইন আবেদন করার জন্যে যেতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে।
- এবার ওয়েবসাইট এর হোম পেজে ক্লিক করে রেজিস্ট্রেশন অপশনে যেতে হবে।
- মোবাইল এবং আধার এর EKYC এর ডিটেলস দিতে হবে।
- ক্লিক করুন apply online for artisan Registration form এ।
- রেজিস্ট্রেশন ফর্ম খুলবে নতুন ট্যাবে।
- রেজিস্ট্রেশন ফর্ম এর ডিটেলস গুলো দিয়ে ফিল আপ করতে হবে।
- এবার ডাউনলোড করতে হবে বিশ্বকর্মা ডিজিটাল আইডি।
- এবার জব স্কিল টেস্ট এবং অন্যান্য ডিটেলস পূরণ করে ফর্ম জমা করতে হবে অনলাইনে।
- রেজিস্ট্রেশন ডিটেলস সেভ করে রাখুন পরে ব্যবহারের জন্যে।
- রেজিস্ট্রেশন এর সময় ডিজিটাল ইনসেনটিভ সেকশন আসবে সেই সেকশন এ আবেদনকারীর UPI যুক্ত মোবাইল নম্বর যদি থাকে তবে সেটাই দেওয়া ভালো, কারণ টাকা শোধের সময় সরকার ইনসেনটিভ দেবে এই UPI নম্বর এই।
- দক্ষতা প্রশিক্ষণ বিভাগ( Skill Training) পূরণ করার আগে ভালো করে পরে দেখুন। আপনি যে ক্ষেত্রে সাথে যুক্ত অবশ্যই তা ভালো করে দেখে নিয়ে সিলেক্ট করুন। স্কিমের সুবিধা গুলি ভালো করে পড়ে বুঝে নিয়ে সিলেক্ট করুন।
বিশ্বকর্মা যোজনা উদ্দ্যোগ | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
বাজেট (Budget) | ১৩ হাজার কোটি টাকা |
এপ্লিকেশন মোড | অনলাইন (pm vishwakarma yojana online apply 2023) |
রেজিস্ট্রেশন শুরু | ১৭ সেপ্টেম্বর, ২০২৩ |
লাস্ট ডেট এপ্লিকেশন এর | —— |
PM Vishwakarma Yojana 2023 official website | https://pmvishwakarma.gov.in/ |
Criteria | নিকটবর্তী CSC সেন্টারে যোগাযোগ করুন। আধার কার্ড এর সাথে অবশ্যই ফোন নম্বর লিংক থাকতে হবে। অনলাইন আবেদন করার পর সেখান থেকে সার্টিফিকেট, আইডি কার্ড, QR ডাউনলোড করতে পারবেন। |
PM Vishwakarma Yojana 2023 FAQs
বিশ্বকর্মা যোজনায় রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে (How to do Vishwakarma yojana 2023 online registration)?
বিশ্বকর্মা যোজনার অনলাইন পোর্টাল অর্থাৎ pmvishwakarma.gov.in এ গিয়ে রেজিস্টার করুন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করুন। আরও জানতে, উপরে দেওয়া step by step পদ্ধতি অনুসরণ করুন।
বিশ্বকর্মা যোজনা এপ্লিকেশন এর লাস্ট ডেট কবে (what is vishwakarma yojana 2023 last date)?
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনার শেষ দিন ৩১ শে ডিসেম্বর ২০২৩ বলে জানা যাচ্ছে।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !