আজ World Heart Day 2023. 29 শে সেপ্টেম্বর দিনটি সারা বিশ্বে "বিশ্ব হৃদয়" দিবস রূপে পালিত হয়।
মানুষের মধ্যে হার্টের রোগ (cardiovascular disease) সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করার জন্য ২৯ শে সেপ্টেম্বর সারাবিশ্বে এই World Heart Day পালন করা হয়।
২০০০ শতকের গোড়ার দিকে বিশ্বব্যাপী প্রায় ১৭ মিলিয়ন মানুষ মারা যায় হার্টের অসুখে আক্রান্ত হয়ে।
এই অস্বাভাবিক মৃত্যুর কারণ ছিল poor diet, exercise না করা এবং smoking .
তাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য world heart federation, WHO এর সঙ্গে সম্মিলিতভাবে ১৯৯৯ সালে প্রথম World Heart Day ঘোষণা করে।
WHF, WHO এর সহযোগিতায় বিভিন্ন podcast ,events এবং poster এর মাধ্যমে বিশ্ববাসীকে সচেতন করার উদ্যোগ নেয়।
২০০০ সালের ২৪ শে সেপ্টেম্বর প্রথম "World Heart Day " পালন করা হয়। পরে ২০১৪ সাল থেকে ২৪ এর পরিবর্তে ২৯ শে সেপ্টেম্বর দিনটিকে "বিশ্ব হৃদয় দিবস" হিসেবে পালন করা হয়।
প্রতিবছর বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মিলিত প্রয়াসে, scientific gathering ,fund raising ইত্যাদির মাধ্যমে "ওয়ার্ল্ড হার্ট ডে " সফলতা পায়।