Besan Face Pack: উজ্জ্বল, জেল্লাদার ত্বক কে না চায় !! কিন্তু তা পেতে গেলেই যে বিশাল টাকা খরচ করতে হবে সেরকম কোনো কথাই নেই। আমাদের ধারণা, যে কেবল বিউটি পার্লার এ গিয়ে অথবা দামি দামি বিউটি প্রোডাক্ট ব্যবহার করেই চকচকে সুন্দর স্কিন পাওয়া যায়। কিন্তু রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েও আপনি পেতে পারেন দাগমুক্ত,উজ্জ্বল, সুস্থ-সুন্দর skin.
বেসন প্রায় সবার রান্নাঘরেরই একটি কমন উপকরণ। বেসনের উপকারিতা সম্পর্কে কমবেশি আমরা সকলেই জানি। এটি একটি natural cleanser. বাজারে থাকা কেমিক্যালযুক্ত facewash কে একাই টেক্কা দিতে পারে এই উপাদানটি। আপনার ত্বকের ছিদ্র (pores) ভেতর থেকে পরিষ্কার করে সুস্থ glowing করার ক্ষমতা রাখে এই একটিমাত্র উপকরণ। বেসনের সাথে রান্নাঘরে থাকা আরো কয়েকেটি উপকরণ মিশিয়ে বানিয়ে নিন কয়েকটি homemade face pack, যার সঠিক প্রয়োগে আপনি পেতে পারেন কাঁচের মতো চকচকে জেল্লাদার স্কিন।সবধরণের skin type এর মানুষই এগুলো ব্যবহার করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কয়েকটি homemade besan face pack hack —
আরও পড়ুন:
- Tomato Benefits For Skin: বাড়বে ত্বকের জেল্লা! জেনে নিন কিভাবে ব্যবহার করবেন
- Tulsi Patar Upokarita: সামান্য কাশি থেকে রূপচর্চা: জানলে অবাক হবেন তুলসী পাতার এই ১০ গুণাগুণ !!
- Top 10 Hottest Bengali Serial Actress Name With Photos: দেখে নিন কারা !!
Contents
ট্যান রিমুভালের জন্য (Besan Face Pack For Tan Removal)
সবাইকেই কোনো না কোনো কাজে দিনের বেলা বাইরে বেরোতেই হয়, প্রখর তাপে আমরা আমাদের ত্বকের ন্যাচারাল জেল্লা হারিয়ে ফেলি। অনেক সময় শরীরের ত্বকের সাথে মুখের ত্বকের রং মেলে না একটা কালসিটে দাগ পড়ে যায় যাকে বলে sun tan. এই besan face pack টির সাহায্যে আমরা এই tan রিমুভ করতে পারি।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
উপকরণ:
- বেসন (২চামচ)
- হলুদ (১/৪ চামচ)
- কফি পাউডার (১ চামচ)
- কাঁচা দুধ(১ চামচ)
- মধু (১ চামচ)
পদ্ধতি:
উপরে উল্লেখিত উপকরণ গুলি একসাথে মিশিয়ে নিয়ে মুখে, গলায় ভালো করে লাগিয়ে ২০ মিনিট মতো রাখুন, তারপর ভালো ভাবে হাত দিয়ে ঘষে (ম্যাসাজ করে) মুখ ধুয়ে নিন। বেসন মৃত কোষ গুলি দূর করে আপনার ত্বককে পরিষ্কার করবে, হলুদ কালোদাগ কমিয়ে স্কিন উজ্জ্বল করতে সাহায্য করবে, কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার skin damage protect করে। মধু ত্বককে moisturize করবে , কাঁচা দুধ স্কিনটোনকে লাইট করে sun tanning কমাতে সাহায্য করবে। টানা ৭ দিন ব্যবহার করুন পুরোনো suntan ও এর সাহায্যে রিমুভ করা যেতে পারে।
তৈলাক্ত ত্বকের জন্য (Besan Face Pack For Oily Skin)
Oily skin এ ত্বক থেকে প্রচুর তেল বের হওয়ার কারণে সহজেই ধুলোময়লা জমে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যায়, এর ফলে দেখা দেয় ব্ল্যাকহেড,হোয়াইটহেড, ব্রণ এর মতো অনেক ধরণের সমস্যা। মাত্র কয়েকটি উপকরণ মিশিয়ে নিয়মিত ইউজ করুন এই face pack টি আর পান বেদাগ স্কিন। নিচে রইলো উপকরণ ও পদ্ধতি।
উপকরণ:
- বেসন(২ চামচ)
- হলুদ (১/২ চামচ)
- গোলাপজল (দেড় চামচ)
পদ্ধতি:
উপকরণগুলি ভালোকরে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ম্যাসাজ করতে করতে ভালো করে ধুয়ে নিন। এই besan face pack টি আপনার রোমকূপে জমে থাকা ময়লা দূর করে ত্বককে পরিষ্কার করবে। রাতে সাধারণত অয়েল গ্ল্যান্ড গুলি খুব এক্টিভ থাকে এর ফলে সকালে ঘুম থেকে ওঠার পর আমরা দেখি যে মুখের ত্বক থেকে প্রচুর পরিমানে তেল বের হয়েছে। গরমকালে এই সমস্যা আরো বেড়ে যায়।
এক্ষেত্রে ত্বক পরিষ্কারের জন্যে বাজারে থাকা face wash আপনারা ইউজ করতেই পারেন, কিন্তু সেগুলি আপনার ত্বকের গভীরে গিয়ে clean করতে পারে না এবং ত্বক সেনসিটিভ হলে এই প্রোডাক্টগুলি নেগেটিভ প্রভাব ও ফেলতে পারে। তাই সকালে ঘুম থেকে উঠে স্নানের আগে আপনি যদি সময় করে ১০-১৫ মিনিটের জন্যে এই প্যাক লাগিয়ে নেন, এতে আপনার ত্বক naturally clean হবে। ন্যাচারাল উপকরণ হওয়ার কারণে এই প্যাকটি আপনার স্কিনে কোনোরকম পার্শপ্রতিক্রিয়া করবে না। আপনিও ফীল করবেন আপনার অতিরিক্ত অয়েল নিঃসরণ করা স্কিন হয়ে উঠেছে তরতাজা এবং glowing.
শুষ্ক ত্বকের জন্য (Besan Face Pack For Dry Skin)
সবার ত্বকের ধরণ আলাদা আলাদা হয়, কেউ অতিরিক্ত তৈলাক্ত skin problem এ ভুগছেন কেউবা আবার বছরের বারো মাসই শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন। অনেকে আবার বাজার থেকে ভুরি ভুরি পয়সা খরচ করে কিনে আনা moisturizer cream লাগিয়েও কোনো উপকার পাননি। এতসব যখন try করেও কোনো লাভ পাননি, একবার ঘরোয়া উপায়ে তৈরি করা side effect free এই besan face pack টি ব্যবহার করেই দেখুন না। ফল ভালোই পাবেন।
উপকরণ (dry skin):
- বেসন (২চামচ)
- টকদই (১চামচ)
পদ্ধতি:
একটি পাত্রে বেসন এর সাথে টকদই ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এই besan face pack টি মুখে আর তার আশেপাশের অংশে ভালো করে লাগিয়ে নিন। ১০ মিনিট রাখার পর ত্বক ভিজিয়ে নিয়ে আলতো হাতে ঘষে মুখ ধুয়ে নিন। মুখ ধোয়ার পরই আপনি দেখবেন আপনার স্কিন কেমন instant glow করছে। বেসন যেমন ভালো cleanser, তেমন ত্বকের আদ্রতা বজায় রাখতেও এর জুড়ি মেলা ভার। টকদই এ আছে ল্যাক্টিক্ অ্যাসিড, প্রচুর পরিমানে প্রোটিন ও প্রোবায়োটিক্স যা আপনার ত্বকের রুক্ষতা দূর করে ন্যাচারাল আদ্রতা বজায় রাখে। এক কথায় বলতে গেলে টকদই হলো একটি ন্যাচারাল moisturizer যা আপনার ত্বকের জেল্লা ফিরিয়ে ত্বক hydrated রাখে।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
ব্রণর জন্য (Besan Face Pack for Pimples)
কোথাও বেড়াতে যাচ্ছেন বা ধরুন সামনে কোনো অনুষ্ঠান আছে খুব তোড়জোড় করছেন লুক নিয়ে সাজ নিয়ে কিন্তু হঠাৎ দেখলেন একটা ইয়া বড়ো ব্রণ বেরোচ্ছে। গেলো তো মেজাজ বিগড়ে। আসুন জেনে নেওয়া যাক ব্রণ থেকে মুক্তির এই besan face pack টি —
উপকরণ:
- বেসন (১ চামচ)
- মধু (১ চামচ)
- হলুদ (১/২ চামচ)
- গোলাপজল (১/২ চামচ)
পদ্ধতি:
একটি পাত্রে উপকরণ গুলি ভালো করে মিশিয়ে নিয়ে প্যাকটি পুরো মুখে লাগান। ব্রণ থাকা অংশগুলোতে ভালো করে পুরু ভাবে প্যাকটি লাগান। ১০ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। কিছু কিছু ব্রণ তে প্রচুর ব্যাথা থাকে, কেবল একটি মাত্র use এ এই besan face pack টি সেই ব্যাথা কমিয়ে ফেলার ক্ষমতা রাখে কারণ এতে যে মধু দেওয়া আছে তাতে রয়েছে antibacterial এবং anti inflammatory property যা ব্যাথা কমিয়ে দেয়। হলুদ আপনার ত্বকে কোনো pimple marks থাকলে সেটিকে দূর করতে সাহায্য করে। আপনার যদি acne এর সমস্যা থেকে থাকে তাহলে নিয়মিত এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এর কোনো সাইড ইফেক্ট নেই।
তবে এটি অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার জীবন শৈলী যদি ঠিক না থাকে, বা আপনার শারীরিক কোনো সমস্যা বা হরমোনাল কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু ব্রণ হওয়াটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই বাঞ্ছনীয়।
কোরিয়ান গ্লাস স্কিন(Besan Face Pack for Glass Skin)
কোরিয়ানদের চকচকে কাঁচের মতো স্কিন (glass skin) এখন কিন্তু খুবই ট্রেন্ডিং। এর জন্যে বেশি টাকা খরচ বা পরিশ্রম কোনোটাই না করেই আপনিও পেয়ে যেতে পারেন কাঁচের মতো glowing skin মাত্র সহজ কয়েকটি স্টেপ ফলো করে। আসুন দেখে নেওয়া যাক
উপকরণ:
- বেসন (২ চামচ)
- হলুদ (১/২ চামচ)
- মধু (১ চামচ)
- দই (২ চামচ)
পদ্ধতি:
উপকরণ গুলি পরিমান মতো মিশিয়ে নিন। ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে নিন (মেকআপ জাতীয় কিছু থাকলে আগে সেসব রিমুভ করুন) এরপর পরিষ্কার মুখে এই প্যাকটি লাগান আপনি চাইলে গলায় এবং হাতেও প্যাক টি লাগাতে পারেন। ১৫ মিনিট রাখুন দিয়ে ধুয়ে ফেলুন। একসপ্তাহ use করে দেখুন নিজেই ফারাক বুঝতে পারবেন। তার সঙ্গে আরো কিছু জিনিস ফলো করলে ভালো, জল বেশি পরিমানে খান নিজেকে hydrated রাখুন, ফ্রুটস খান।
বেসনের সাথে আর কি মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যাবে ?(What can I mix with besan for face pack?)
বেসন এর সাথে কেবল গোলাপ জল মিশিয়ে use করলে তৈলাক্ত ত্বকের জন্যে ভালো, বেসন আর মধু মিশিয়ে ও লাগানো যেতে পারে এতে ত্বক গভীর ভাবে ক্লিন এবং moisturize হয়।
বেসন ফেস প্যাক কি রোজ ব্যবহার করা যেতে পারে (Can i use besan face pack daily) ?
এটি একটি ন্যাচারাল উপকরণ, যা naturally আপনার ত্বককে ক্লিন করে, এর কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কেউ চাইলে রোজই এই প্যাক ব্যবহার করতে পারেন। তবে মনে রাখতে হবে যে প্যাক ব্যবহার এর পর স্কিনকে ভালো ভাবে moisturize করে নিতে হবে।
বেসন ফেস প্যাক এর পর কি ব্যবহার করবো (what to apply after besan face pack)?
যদি আপনি দিনের বেলা বেসন ফেস প্যাক ব্যবহার করছেন তাহলে মুখ ধুয়ে নেওয়ার ঠিক পরে স্কিন ভালো করে moisturize করে, sunscreen লাগিয়ে নিন। যদি রাতে শোয়ার আগে প্যাক গুলি ব্যবহার করছেন তবে কেবল জল দিয়ে ধুয়ে নিয়ে ছেড়ে দিন রোমকূপ গুলোকে শ্বাস নিতে দিন।
Besan Face Pack এর ওপর ওয়েবস্টোরি দেখতে এখানে ক্লিক করুন।
Disclaimer: এই পোস্টটি শুধুমাত্র আপনাদের সাধারণ জ্ঞান এর জন্য। সঠিক চিকিৎসা পদ্ধতির জন্য প্রফেশনাল ডাক্তারের পরামর্শ নিন।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !