Best convection microwave oven in India 2024: এই প্রচন্ড কাঁপুনির দিনে একটু গরম গরম খাবার খেতে কে না ভালোবাসে ? এই শীতের দিনে কিছুক্ষণ আগে বানানো খাবারও খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, তা অবশ্য আপনি আপনার গ্যাস ওভেনে গরম করে খেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে compromise করতে হতে পারে স্বাদের সঙ্গে অথবা গরম করার সময় পাত্রের তলায় লেগে পুড়ে যাওয়ারও ভয় থাকে। তাহলে এর সমাধান কি ? —
এর সমাধান হতে পারে একটি মাইক্রোওয়েভ ওভেন যা আপনি লোকাল মার্কেট থেকে অথবা Online Shopping প্লাটফর্ম ব্যবহার করে সাধ্যের মধ্যে ক্রয় করতে পারেন। তবে বেশি discount পাওয়ার জন্য এবং home delivery পাওয়ার জন্য অনলাইন প্লাটফর্ম যেমন Amazon, Flipkart ব্যবহার করতে পারেন। তবে আসুন দেখে নিই আপনার কাজের ধরণ অনুযায়ী কোনটি আপনার উপযোগী Microwave Oven এবং Best convection microwave oven in India 2024/Best solo microwave oven in India 2024 সম্বন্ধে।
আরও পড়ুন:
- Google Pay দিচ্ছে নগত ১৫০০০ টাকা ! জেনে নিন কিভাবে পাবেন
- Top 7 Everyuth Face Pack for Glowing Skin, কিভাবে ব্যবহার করবেন, বিউটি টিপস!!
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
Contents
- 1 Microwave Oven কত প্রকার? কোনটি আপনার উপযুক্ত?
- 2 Solo,Grill এবং Convection কোনটির দাম কত ?
- 3 কয়েকটি Best Discounted Microwave Amazon এ
- 4 মাইক্রোওয়েভ ওভেনে কিধরনের বাসন ব্যবহার উচিত নয় ?
- 5 Best Discounted Microwave ওভেন উপযোগী কয়েকটি পাত্র
- 6 Best convection microwave oven in India 2024 FAQs
- 6.1 কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনে কি প্লাষ্টিকের পাত্র ব্যবহার করা যায় ?
- 6.2 কমদামে ভালো মাইক্রোওয়েভ গ্লাভস কোথায় পাওয়া যাবে ?
- 6.3 ডিফ্রস্টিং, বয়েলিং, বেকিং, গ্রিলিং এর জন্য সবচেয়ে ভালো মাইক্রোওয়েভ ওভেন কোনটি ?
- 6.4 IFB microwave price কত ?
- 6.5 বেস্ট microwave stand কোনটি ?
- 6.6 Microwave oven vs OTG কোনটি ভালো ?
Microwave Oven কত প্রকার? কোনটি আপনার উপযুক্ত?
বাজারে অনেক রকমের microwave oven দেখতে পাওয়া যায়। যার মধ্যে মূলত কয়েকটি খুব বেশি প্রচলিত। কাজের ধরণ অনুসারে প্রধানত ৩ প্রকার মাইক্রোওয়েভ ওভেন বাজারে পাওয়া যায়।
- Solo Microwave Oven
- Grill Microwave Oven
- Convection or Combined Microwave Oven
Solo Microwave Oven: সবচেয়ে বেশি এবং দৈনন্দিন কাজে ব্যবহৃত মাইক্রোওয়েভ ওভেন হলো solo microwave oven. এতে আপনি ফ্রীজে রাখা কোনো খাবার খুব সহজে দ্রুত গরম করে আনন্দ নিতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরণের রান্নাবান্না, চা-কফি ইত্যাদি প্রস্তুত করতে পারেন। এই মাইক্রোওয়েভ ওভেনে মূলত ডিফ্রস্টেশন (ফ্রীজে মাছ-মাংস সংরক্ষণ করে রাখলে সেটি বরফাচ্ছন্ন হয়ে যায়, সেই বরফ গলানোকেই ডিফ্রস্টেশন বলে) , বয়েলিং (সেদ্ধ ) জাতীয় সমস্ত রেসিপি প্রস্তুত করা সম্ভব। তবে ভালো অভিজ্ঞতা থাকলে পাওয়ার লেভেল বাড়িয়ে-কমিয়ে কেকজাতীয় খাবারও বানানো যায়।
Grill Microwave Oven: এই মাইক্রোওয়েভ ওভেনে মূলত গ্রিলিং , রোস্টিং (ভাজা) ইত্যাদি করা হয়ে থাকে। Barbecue, তান্দুরি ও বিভিন্ন গ্রীলড রেসিপি তৈরিতে এই ওভেন ব্যবহৃত হয়ে থাকে।
Convection or Combined Microwave Oven: এই প্রকার ওভেন মূলত বেকিং এর কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ কেক, পাউরুটি জাতীয় খাবার বানাতে ব্যবহার হয়। বাজারে যেসব কনভেকশন মাইক্রোওয়েভ পাওয়া যায় তাতে solo এবং grill mode ও সংযুক্ত থাকে , তাই একে combined মাইক্রোওয়েভ ওভেন ও বলা হয়ে থাকে। এতে ডিফ্রস্টেশন, বয়েলিং থেকে শুরু করে গ্রিলিং, বেকিং সমস্ত প্রকার কাজ করা যায়।
Solo,Grill এবং Convection কোনটির দাম কত ?
সাধারণত Grill মাইক্রোওয়েভ ওভেন বা OTG বাজারে এবং অনলাইন প্লাটফর্মগুলিতে খুব সস্তায় পাওয়া যায়। যেখানে solo ওভেন এর দাম grill ওভেন এর চাইতে একটু বেশি। আর কনভেকশন মাইক্রোওভেন গুলির দাম বাকি দুটির থেকে অনেকটাই বেশি। তবে বিভিন্ন ফীচার এর ওপর নির্ভর দাম আলাদা আলাদা হতে পারে।
এবার আপনার যদি দৈনন্দিন কাজের জন্য মাইক্রোওয়েভ ওভেন প্রয়োজন তবে আপনার জন্য solo মাইক্রোওয়েভ ওভেনই বেস্ট। কিন্তু যদি আপনি রেষ্টেড চিকেন, BBQ, তান্দুরি ইত্যাদি রেসিপি বানাতে চান তবে আপনার একটি OTG বা গ্রীলড ওভেন এর প্রয়োজন। আর সমস্ত দৈনন্দিন কাজ, গ্রিলিং,বেকিং ইত্যাদি করার জন্য আপনার উচিত হবে একটি convection microwave oven নেওয়া।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
কয়েকটি Best Discounted Microwave Amazon এ
মাইক্রোওয়েভ ওভেনে কিধরনের বাসন ব্যবহার উচিত নয় ?
যেকোনো মাইক্রোওয়েভ ওভেনে মাইক্রোওয়েভ মোডে কখনও কোনো ধাতব পাত্র ব্যবহার করা উচিত নয়। Solo মাইক্রোওয়েভ ওভেনে মাইক্রো তরঙ্গ খাবারের কণাগুলির মধ্যে কম্পন তৈরি করে করে যে তাপশক্তি উৎপন্ন করে তাতেই খাবার সেদ্ধ হয়। Convection ওভেনে মাইক্রোওয়েভ মোড একই পদ্ধতিতে কাজ করে। আর এই মাইক্রোওয়েভ মোডেই লোহা, তামা, স্টেইনলেস ষ্টীল ইত্যাদি কোনো ধাতব পাত্র ব্যবহার করা যায়না , কারণ এতে ওভেন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। মাইক্রোওয়েভ মোডে তাই সিরামিক , চিনামাটির পাত্র , borosilicate কাঁচের পাত্র ব্যবহার করা উচিত। প্লাষ্টিকও ব্যবহার করা যায়, তবে প্লাষ্টিক থেকে স্বাস্থ্যের হানি হওয়ার সম্ভাবনা থাকে তাই প্লাষ্টিক এড়িয়ে চলাই ভালো।
Convection অর্থাৎ বিজ্ঞানের ভাষায় পরিবহন পদ্ধতিতে তাপ দিয়ে কনভেকশন মোডে বেকিং করা হয়ে থাকে। এতে মাইক্রো তরঙ্গ কাজ করেনা তাই এই মোডে ধাতব পাত্র অনায়াসে ব্যবহার করা যায়। কিন্তু কনভেকশন অথবা গ্রীলড মোডে প্লাষ্টিক ব্যবহার করলে তা গলে যাওয়ার সম্ভাবনা থাকে।
Best Discounted Microwave ওভেন উপযোগী কয়েকটি পাত্র
Best convection microwave oven in India 2024 FAQs
কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনে কি প্লাষ্টিকের পাত্র ব্যবহার করা যায় ?
শুধুমাত্র microwave মোডেই ব্যবহার করা যায়। বাকি grill এবং convection mode এ ব্যবহার করা যায়না।
কমদামে ভালো মাইক্রোওয়েভ গ্লাভস কোথায় পাওয়া যাবে ?
ওপরে ভালো গ্লাভস এর লিংক দেওয়া আছে। আরো কমে ভালো গ্লাভস চাইলে এখান থেকে কিনতে পারেন।
ডিফ্রস্টিং, বয়েলিং, বেকিং, গ্রিলিং এর জন্য সবচেয়ে ভালো মাইক্রোওয়েভ ওভেন কোনটি ?
Convection or Combined Microwave Oven.
এতে আপনি প্রায় সবধরণের রেসিপি বানাতে পারবেন।
IFB microwave price কত ?
৫০০০ টাকা দামের সোলো মডেল থেকে শুরু করে দামিদামি আরও অনেক মডেল পাওয়া যায়। সমস্ত IFB Microwave দেখুন।
বেস্ট microwave stand কোনটি ?
এখানে সমস্ত microwave stand দেখুন।
Microwave oven vs OTG কোনটি ভালো ?
আপনি যদি শুধুমাত্র গ্রিলিং , রোস্টিং এর জন্য ওভেন কিনতে চান তবে OTG সবচেয়ে ভালো এবং সস্তা অপশন। আর সমস্ত দৈনন্দিন কাজ, গ্রিলিং,বেকিং ইত্যাদি করার জন্য convection microwave oven বেস্ট অপশন।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !