Flipkart Big Billion Days 2023: সেপ্টেম্বর- অক্টোবর এর সময় মানেই দেদার উৎসবের মরসুম। রয়েছে বাঙালির প্রিয় দূর্গা পুজো, তারপর একে একে দীপাবলি, ভাইফোঁটা চারিদিকে আলোর রোশনাই এর মাঝে উৎসব সমারোহ। এই উৎসব সমারোহকে আরো বেশি জমজমাট করে তুলতে ফ্লিপকার্ট নিয়ে আসছে Big Billion Days 2023 এর ধামাকা অফার। মোবাইল ফোনস, ল্যাপটপ এবং বিভিন্ন গ্যাজেটস বেস্ট অফার প্রাইস এ। বেস্ট সেলার দের বেস্ট প্রোডাক্টস পেয়ে যাবেন সবচেয়ে লো প্রাইস এ এমনটাই দাবি ফ্লিপকার্টের।
ফ্লিপকার্ট ই-কমার্স এর দাবি এবছরের সবচেয়ে বড়ো সেল হতে চলেছে Big Billion Days 2023. যেখানে আপনি পেয়ে যাবেন বেস্ট প্রাইস এ বেস্ট ডিলস। প্রতি বারের মতোই প্লাস মেম্বার দের জন্যে থাকছে আগের থেকে কেনাকাটা করার সুযোগ। থাকছে চোখধাঁধানো এক্সচেঞ্জ প্রাইস, No Cost EMI, এক্সট্রা অফারস, ফ্রি ডেলিভারির এর মতো আরো অনেক সুবিধা।
আরও পড়ুন:
- Amazon Big Billion Days 2023: নজরকাড়া অফারে জমিয়ে হবে পুজোর শপিং!!
- PM Vishwakarma Yojana 2023: ৩ লক্ষ টাকা কারা কারা পাবেন ? প্রতিদিন ৫০০ টাকা! কি কি ডকুমেন্টস লাগবে রইলো বিস্তারিত তথ্য
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
Contents
Flipkart Big Billion Days 2023:
ফ্লিপকার্টের জমজমাট সেল স্টার্ট হচ্ছে কবে সেই বিষয় অফিসিয়ালি এখন ও কোনো ঘোষণা হয়নি। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই সেল, আশা করা যাচ্ছে 3-9 অক্টোবরের মধ্যে শুরু হয়ে যাবে Big Billion Days 2023. তবে ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে যে সেল প্রাইস লাইভ দেখা যাবে 27 সেপ্টেম্বর থেকে।
Mobile Deals:
এবছর এই সেলের বিশেষ আকর্ষণ হলো নতুন মোবাইল মডেলস লঞ্চ। নতুন ৬ টি প্রোডাক্টস লঞ্চ হতে চলেছে। লঞ্চ প্রোডাক্টস এর মধ্যে থাকবে –
- moto edge 40 Neo যার দাম পরবে 19,999 টাকা। এর সেল শুরু হবে 28 সেপ্টেম্বর, 7 PM
- vivo T2 Pro 5G এর প্রাইস হলো 21,999 টাকা, সেল শুরু হবে 29 সেপ্টেম্বর, 7 PM
- samsung galaxy S21 FE (128 GB)
- pixel 8 Series এর প্রি অর্ডার শুরু হবে 5 অক্টোবর থেকে।
- vivo V29 Series লঞ্চ হতে চলেছে 4 অক্টোবর।
- এছাড়া রয়েছে samsung galaxy F34 5G.
এখানেই শেষ নয় এ তো গেলো নতুন লঞ্চ হওয়া প্রোডাক্টস। এরপর আসা যাক যেই প্রোডাক্টস গুলি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। সেই গুলিও আপনারা পেয়ে যাবেন এই সেলে স্পেশাল দামে। তার মধ্যে রয়েছে moto g54 5G (12GB, 256GB), realme C51, samsung Galaxy F34 5G (50 MP). https://www.flipkart.com/ সাইট এ গিয়ে আরো জেনে নিন আপনার পছন্দের ব্র্যান্ড সম্পর্কে।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
flipkart উল্লেখ করে দিয়েছে আপনার পছন্দের মোবাইল ব্র্যান্ডস এর রিভিল ডেট –
28 সেপ্টেম্বর | moto Reveal (motorola) |
29 সেপ্টেম্বর | Vivo Reveal |
30 সেপ্টেম্বর | Infinix Reveal |
02 অক্টোবর | Nothing Reveal |
03 অক্টোবর | Samsung Reveal |
04 অক্টোবর | POCO Reveal |
05 অক্টোবর | Pixel Reveal |
06 অক্টোবর | realme Reveal |
07 অক্টোবর | Xiaomi Reveal |
08 অক্টোবর | OPPO Reveal |
এক কথায় বলতে গেলে প্রতি বছর ফ্লিপকার্ট এই উৎসব মরসুমে মোবাইল এবং ইলেক্ট্রনিক্স এ গ্রাহক দের বিশেষ ছাড় দিয়ে বিক্রয় বাড়ানোর যে আয়োজন করে এবছর ও তাই হতে চলেছে।
Flipkart Big Billion Days 2023 Iphone offers:
ফ্লিপকার্টে উল্লেখ করা মোবাইল ব্র্যান্ডস এর নাম গুলোর মধ্যে আলাদা করে iphone এর উল্লেখ না থাকলেও সেলের টিসার দেখে ইঙ্গিত মিলছে যে iphone এর আগের যে জেনারেশনের মডেল গুলি মার্কেটে চলছে তাদের ওপর বিশেষ অফার পাওয়া যেতে পারে। টিজারে iphone 13 ফোন এর ছবি শো করা হলেও এই নিয়ে বিশেষ আর কোনো তথ্য আপাতত জানানো হয়নি।
Big Billion Days 2023 Bank Offers:
ফ্লিপকার্টের এই সেলে আইসিআইসিআই, কোটাক, আক্সিস ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে পাবেন এক্সট্রা 10 % পর্যন্ত অফ। এছাড়া পেটিএম, ইউপিআই, ফ্লিপকার্ট পে লেটার ব্যবহার করে গ্রাহকরা পাবেন সাশ্রয়ের সুযোগ। ফ্লিপকার্ট সুপার কয়েনস থাকলে আপনি পেতে পারেন additional ছাড়।
এছাড়া ল্যাপটপ ও স্মার্ট ওয়াচেস এ থাকতে পারে 50-80% off, মাত্র 499/- থেকে পাওয়া যাবে ইয়ারফোন। 99/- টাকা থেকে পাওয়া যাবে কীবোর্ড সূত্রের খবর অনুযায়ী তা জানা যাচ্ছে। শুধু মোবাইল বা ইলেকট্রনিক্স এই সীমিত নয়। প্রত্যেক ধরণের প্রোডাক্ট ক্যাটাগরিতেই থাকবে অফার। ফ্যাশন, বিউটি প্রোডাক্টস, হোম ও কিচেন appliances সমস্ত ক্যাটেগরি তাই থাকবে 50% এর ওপর ছাড়। বাম্পার সেলে জমে যাবে আপনার পুজো। এই সুবিধা গুলি সঠিক সময়ে সঠিক ভাবে পাওয়ার জন্যে চোখ রাখুন ফ্লিপকার্ট ওয়েবসাইটে https://www.flipkart.com/
Flipkart Big Billion Day 2023 কবে শুরু হবে(When does flipkart big billon day 2023 starts)?
অফিসিয়াল কোনো তারিখ এখন ও ফ্লিপকার্টের তরফে ঘোষিত হয়নি, তবে টিজার দেখে অনুমান করা যাচ্ছে 3 থেকে 9 অক্টোবর এর মধ্যে সেল শুরু হবে। সেল প্রাইস লাইভ দেখতে পাবেন 27 সেপ্টেম্বর থেকে।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !