Google Pay দিচ্ছে নগত ১৫০০০ টাকা ! জেনে নিন কিভাবে পাবেন

Google Pay ব্যবহার করেননা এমন মানুষের সংখ্যা খুবই কম। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে বড়োবড়ো হোটেল রেস্তোরা প্রায় সবেতেই দেখা যায় google pay এর QR code, যেটি স্ক্যান করে ক্রেতারা অনলাইন বিল পেমেন্ট করেন বিক্রেতাদের। সেই google pay ই দিচ্ছে ইউজার এবং মার্চেন্ট দের কে ১৫০০০ টাকার। তবে এটি কোনো ক্যাশব্যাক অফার বা রিওয়ার্ড নয়। এটি একটি লোন যা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে রিপেমেন্ট করতে হবে।

আরও পড়ুন:

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

google pay loan
Google Pay Loan

Google Pay UPI অফার

Google Pay তার ইউজারদের জন্যে নিয়ে এসেছে বিশেষ অফার যেখানে আপনি মাত্র ১১১ টাকার কিস্তিতে পেয়ে যেতে পারেন ১৫০০০ টাকা পর্যন্ত লোন। এর জন্য আপনার কাছে একটি business একাউন্ট থাকা আবশ্যক। UPI পেমেন্ট এর জন্য গুগল পে একটি জনপ্রিয় প্লাটফর্ম। Play Store এর তথ্য অনুযায়ী প্রায় ১০০ কোটি ইউজার গুগল পে ইনস্টল করেছেন। আর বেশিরভাগ UPI পেমেন্ট ই গুগল পে এর মাধ্যমে হয়ে থাকে। গুগল পে এর এই নতুন অফারিং এ মার্চেন্টরা পেয়ে যেতে পারেন ১৫০০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত লোন। যা দিয়ে তাঁরা তাদের ব্যবসার উন্নতি করতে পারেন। আর মাত্র ১১১ টাকার কিস্তিতে পাওয়া লোন চোকাতেও খুব বেশি অসুবিধায় পড়তে হবে না ব্যবসায়ীদের।

কিভাবে আবেদন করবেন (How To Apply)?

শুধুমাত্র মার্চেন্টদের জন্য নয় সাধারণ ইউজাররাও গুগল পে থেকে পেতে পারেন প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত লোন। পার্সোনাল একাউন্ট এবং বিজিনেস একাউন্ট উভয়ক্ষত্রেই ইউজারদের কে যেভাবে আবেদন করতে হবে তার প্রক্রিয়া নিচে দেওয়া হলো।

  • প্রথমে আপনাকে Google Pay app টি ওপেন করতে হবে।
  • তারপর লোন সেকশন এ ক্লিক করুন।
  • এবার নিজের তথ্য দিন, যা ওখানে চাওয়া হবে। যেমন Aadhar Number, PAN Number.
  • এবার সাবমিট করুন। তারপর জরুরি ডকুমেন্ট আপলোড করুন।
  • ভেরিফিকেশন এর সঙ্গে সঙ্গেই আপনার একাউন্ট এ পেয়ে যাবেন টাকা।
    অফার শেষ হওয়ার আগেই রেজিস্টার করুন

এখনে বলে রাখি যে, এই ১৫০০০ টাকার লোন সবাই পাবেন না। এটি শুধুমাত্র ছোট ব্যবসায়ীদের জন্য। ছোট ব্যবসায়ীরা এই Google Pay Sachet Loan প্রতি মাসে মাত্র ১১১ টাকা দিয়ে পেতে পারেন। কয়েকটি ডকুমেন্ট দিয়ে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন এই লোন। গুগল পে DMI Finance এবং ePayLater নামক দুটি ফিনান্স কোম্পানি এর সঙ্গে মিলে এই অফারটি দিচ্ছে।

তবে সাধারণ ইউজারদের জন্যেও লোণের সুবিধা রয়েছে। যেটি গুগল পে ICICI ব্যাঙ্ক এবং AXIS ব্যাঙ্ক এর সঙ্গে মিলিতভাবে সাধারণ ইউজারদের জন্য নিয়ে এসেছে। ভারতে গুগল পে খুব বেশি হরে ব্যবহার হয়ে থাকে। শুধুমাত্র গত ১২ মাসে Google Pay UPI এর মাধ্যমে প্রায় ১৭০ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে। যেটি পরভর্তি বছরগুলিতে আরো বাড়তে চলছে। কারণ গুগল পে ইউজার এর সংখ্যা ভারতে ক্রমশ বেড়ে চলেছে।

গুগল পে ইউজার বৃদ্ধির অন্যতম কারণ এর রিওয়ার্ড প্রোগ্রাম বলে জানা যাচ্ছে। গুগল পে বিভিন্ন ক্যাম্পেইন এর মাধ্যমে ইউজেরদের অনেক ক্যাশব্যাক দিয়ে থাকে। যার জন্য ব্যবহারকারীরা আরও বেশি আকৃষ্ট হয়। Google Pay Refer And Earn অন্যতম একটি কারণ সাধারণ মানুষের গুগল পে এর দিকে আকৃষ্ট হওয়ার। তাছাড়া গুগল এর প্রোডাক্ট হওয়ার কারণে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় এই পেমেন্ট প্লাটফর্ম টি।

এছাড়াও গুগল পে ভারতে বিভিন্ন অনলাইন গেমস, প্রাইজ পুল আয়োজন করে থাকে বিভিন্ন উৎসবের সময়। যেটি মানুষদের নজর করে গুগল পে ব্যবহার করার জন্য।

Google Pay লোন FAQs

Google pay download কোথা থেকে করা যায় ?

Google Playstore , App Store, Apple Store থেকে ডাইরেক্টলি গুগল পে ইনস্টল করা যায়।

Google pay account open কি করে করতে হয় ?

গুগল প্লে স্টোর বা অন্য কোনো appstore থেকে গুগল পে app ইনস্টল করে PAN কার্ড নম্বর, atm কার্ড নম্বর যোগ করে OTP ভেরিফিকেশন এর মাধ্যমে গুগল পে একাউন্ট খোলা যায়।

Google pay Cashback কি ?

গুগল পে তার কাস্টমার দের প্রত্যেক ট্রানসাকশান এ স্ক্র্যাচকার্ড দিয়ে থাকে। যা স্ক্র্যাচ করে ইউজাররা বিভিন্ন ক্যাশব্যাক রিওয়ার্ড জিতে নিতে পারেন যা সরাসরি ব্যাঙ্ক একাউন্ট এ ট্রান্সফার হয়।

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

Leave a Comment