IND vs WI T-20: ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজ এর 2ND T-20 ম্যাচের PREVIEW For Free

IND vs WI T-20: এর প্রথম ম্যাচে ভারতীয় দলকে অপ্রত্যাশিত পরাজয় এর মুখ দেখতে হয়। মাত্র ১৫০ রান এর লক্ষ্য প্রাপ্ত করতে ব্যার্থ হয় ভারতীয় দল। রান প্রাপ্তির এই লক্ষ্যে ভারতীয় দলের শুরুটা ভালো ছিল না মোটেই । এদিকে IPL এ দূর্দান্ত performance করেও ম্যাচে সুযোগ হয়নি ভারতীয় বামহাতের চরম ফর্মে থাকা ব্যাটসম্যান Yashavi Jaiswal এর। তাই IND vs WI T-20 এর 2ND ম্যাচে তার সুযোগ নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আরও পড়ুন:

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

Yashavi Jaiswal এর সুযোগ !

IPL -2023 এ ১৪ ম্যাচে ৬২৫ রান করে YASHASVI JAISWAL। প্রথম ৫ জন highest scorer এর মধ্যে জায়গা করে নেয় এই প্রতিভাশালী ব্যাটসম্যান। Virat Kohli এর পর IPL -2023 এ রানের তালিকায় স্থান পায় এই ভারতীয় যুব ব্যাটসম্যান। IPL-2023 এ সর্বোচ্চ ১২৪ রান এর ইনিংস খেলেন। প্রথম থেকেই সকল ক্রিকেটপ্রেমীরা Yashasvi Jaiswal এর সুযোগ নিয়ে নিশ্চিত থাকলেও প্রথম ম্যাচ এ সেই সুযোগ হয়নি। IND vs WI T-20 পরবর্তী ম্যাচগুলোতে হয়তো সেই সুযোগ পাবেন এই প্রতিভাবান ব্যাটসম্যান।

IND vs WI T-20-এর প্রথম ম্যাচ এ ব্যাটিং ব্যার্থতা

ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজ এর 1st T-20 তে টসে জিতে ব্যাটিং করতে নামে West Indies দল। ২০-ওভারের শেষে মাত্র ১৪৯ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ দল। Nicholas Pooran এর ব্যাটে এ ৩৪ বল এ ৪১ রান এর ইনিংস ও Rovman Powell এর ব্যাট এ আসে ৩২ বলে ৪৮ রানের এক ছোটো তাবড়তোড় ইনিংস। লক্ষপূরণ করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের অধিকারী হন প্রথম আন্তরাষ্ট্রীয় T-20 খেলতে নামা যুব ব্যাটসম্যান Tilak Varma. মাত্র ২২ বলে ৩৯ রান এর দূর্দান্ত ইনিংস খেলেন।

IND vs WI T-20
IND vs WI T-20

IND vs WI T-20 এর প্রথম ম্যাচে ৫০ রানের গন্ডি পার করতে ব্যার্থ হয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দলের সকল ব্যাটসম্যান। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ব্যাট হাতে দেখা যায় কেবল নিরাশার মেঘ। একমাত্র Tilak Varma ছাড়া সকল ভারতীয় ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট ছিল ১০০ বা তার কম। যা T-20 তে মোটেই শোভনীয় নয়। ভারতীয় দলের এই ব্যাটিং এ হতাশা ভারতীয় শিবিরে এনে দেয় পরাজয়। জয়ের এক ভালো পরিস্থিতির দিকে অগ্রসর থেকে ৪ রান এর এই পরাজয় মানতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

IND vs WI T-20 এ balling রাজত্ব

IND vs WI 1st T-20 এ দুই দলের বোলারদের রাজকীয় performance ছিল দেখবার মতো। দীর্ঘদিন ভারতীয় দলে সুযোগ থেকে বঞ্চিত Yuzvendra Chahal তার প্রথম ওভারেই প্যাভিলিয়নের রাস্তা দেখান ওয়েস্ট ইন্ডিজ এর দুই তাবড়তোড় ওপেনারকে। অন্যদিকে আরেক ভারতীয় তারকা স্পিনার Kuldeep Yadav,৩ ওভারে মাত্র ২০ রান এর বিনিময়ে ১ টি উইকেট এর অধিকারী হন। আবার West Indies দলের বোলারদের performance ও ছিল অতুলনীয়। Obed Mccoy ও Jason Holder ,২ টি করে উইকেট নিয়ে ভারতীয় দলকে পিছনে ঠেলে দেয়। ম্যাচের সেরা নির্বাচিত হন Jason Holder.

IND vs WI 2nd T-20 তে বলারদের এই ফর্ম বজায় থাকবে আশা করা যায়। বিশেষ করে ভারতীয় বলারদের এই প্রদর্শন ODI-World cup- 2023 এর পথ প্রশস্থ করবে। ভারতীয় স্পিনার Yuzvendra Chahal এর এরকম ভালো প্রদর্শন হয়তো দৃষ্টি আকর্ষণ করবে বোর্ড কর্তাদের।

IND vs WI 2nd T-20 সম্ভাব্য একাদশ

India playing 11West Indies playing 11
Shubman GillKyle Mayers
Ishan Kishan(wk)Brandon King
Suryakumar JadavJohnson Charles
Sanju SamsonNicholas Pooran(wk)
Tilak VarmaShimron Hetmyer
Hardik Pandey(c)Rovman Powell(c)
Axar PatalJason Holder
Kuldeep JadavRomario Shepherd
Mukesh KumarAkeal Hosein
Yuzvendra ChahalAlzarri Joseph
Arshadeep SingObed Mccoy
IND vs WI T-20 probable 11 table

IND vs WI T-20 ম্যাচ FAQs

ইন্ডিয়া বনাম ওয়েস্টইন্ডিজ দ্বিতীয় T-20 ম্যাচ কোথায় হবে(Where is India vs West Indies 2nd T20) ?

India vs WEST indies 2nd T -20 ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এর মনোমুগ্ধকর ক্রিকেট স্টেডিয়াম (Providence Stadium), Guyana(গুয়ানা) তে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ 2nd T -20 কখন শুরু হবে ?

ভারতীয় সময় অনুযায়ী আজ(৬ ই আগস্ট, ২০২৩) রাত ৮ টায় (8 P.M) ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ এর ম্যাচ শুরু হবে।

2nd T -20 ম্যাচে কে সবচেয়ে বেশি রান করবে ?

প্রথম ম্যাচে রান না পেলেও আশা করা যাই যে ভারতীয় T -20 সিতারা সূর্যকুমার যাদব আজকের ম্যাচে সবচেয়ে বেশি রান করবে।

India vs WEST indies 2nd T -20 ম্যাচ কোথায় দেখতে পাবো ?

India vs WEST indies 2nd T -20 ম্যাচের Live Streaming দেখা যাবে Jio Cinema তে একদম বিনামূল্যে।

India vs WEST indies 2nd T -20 কে জিতবে ?

ভারতীয় দলের জয়লাভ করার স্বভাবনা বেশি।

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

Leave a Comment