India vs West Indies 3rd ODI: ম্যাচের নতুন চমক !

India vs West Indies 3rd ODI: আজ মাসের শুরুতে India vs West Indies ম্যাচে কি পাওয়া যাবে যথার্থ উত্তর ? পহেলা আগস্ট ওয়েস্ট ইন্ডিজের তথা এই সিরিজের অন্তিম দিবসীয় ম্যাচ। প্রথম এক দিবসীয় ম্যাচে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরমেন্স জয় এনে দেয় ভারতীয় শিবিরে। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের কোন ঠাসা চূড়ান্ত পরাজয়। এর ফলে তিনদিনের এক দিবসীয় ম্যাচের সিরিজ এসে দাঁড়ায় ১-১ এ। এই দুই ম্যাচে সবচেয়ে দৃষ্টান্ত ছিল ভারতীয় ব্যাটিং অর্ডার। ওপেনিং এ Rohit Sharma এর অনুপস্থিতি এবং Virat Kohli এর ব্যাটিং করতে না আসা, যা সকল ক্রিকেটপ্রেমীদের চমকে দেয়।

আরও পড়ুন:

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

India vs West Indies 3rd ODI Highlights 2023

IND vs WI এর দ্বিতীয় ম্যাচে দেখা যায় আরেক চমক। সবাইকে অবাক করে যখন টস করতে দেখতে পাওয়া যায় না ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে, তার পরিবর্তে টস করতে আসে ভারতীয় pacer allrounder Hardik Pandya. এর সাথেই অবাক করে বিরাট কোহলির প্লেয়িং ইলেভেনে না থাকা। বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মার খেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকা যার ফলস্বরূপ ভারতীয় দলকে এক অপ্রত্যাশিত করুন পরাজয়ের মুখে পড়তে হয়। বিরাট কোহলি ও রোহিত শর্মার পরিবর্তে দলে সুযোগ পায় Sanju Samson ও স্পিন অলরাউন্ডার Axar Patel।

সঞ্জু স্যামসন, বিরাট কোহলির স্থানে ব্যাট করার সুযোগ পেলেও ব্যাট হাতে দেখা যায় নিরাশা। উনিশ বলে মাত্র নয় রান করে ময়দান ছাড়েন সঞ্জু স্যামসন, আর আট বলে মাত্র এক রান করে ফিরে যান অক্ষর প্যাটেল। ৯০ রানের ওপেনিং পার্টনারশিপ হলেও আর মাত্র ৯১ রানের মধ্যে গুড়িয়ে যায় ভারতীয় ব্যাটিং দল। যার ফলে ১৮২ রানের লক্ষ্য পায় West Indies দল। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালই হয় ওয়েস্ট ইন্ডিজ দলের। যার ফলস্বরূপ খুব সহজেই ৪০ ওভারের আগেই জয় লাভ করে ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হোপের ব্যাটে আসে একটি বিজয়ী অর্ধশতক।

India vs West Indies ম্যাচে ভারতীয় দল প্রশ্নের মুখে

India vs West Indies এর শেষ এক দিবসীয় ম্যাচে ভারতীয় দলের সামনে থাকবে অনেক প্রশ্ন, যার উত্তর খুঁজতে হবে খুব শীঘ্রই। এক দিবসীয় বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। এখনো কি অধিনায়ক রোহিত শর্মা খেলা থেকে বিরত থাকবেন? দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও কি অধিনায়কত্ব করবেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া? নাকি সকলকে চমকে দিয়ে আবার কোন নতুন খেলোয়াড় তৃতীয় ম্যাচে অংশগ্রহণ করবে? ভারতীয় এক দিবসীয় দলের চার নম্বর ও ৫ নম্বর স্থান নিয়ে রয়েছে এখনো ধোঁয়াশা। সূর্য কুমার যাদব সুযোগ পেলেও এখনো পর্যন্ত তার স্থান নিয়ে আছে সংশয়।

পরপর কতগুলি এক দিবসীয় ম্যাচে সুযোগ পেলেও কোনো বড় রানের মুখ এখনও পর্যন্ত দেখতে পারেননি সূর্য কুমার যাদব। তাই ক্রিকেটপ্রেমীদের মনে সংশয়, এ যেন স্থান নিয়ে ভারতীয় দলে মিউজিক্যাল চেয়ার খেলা। কখনো চার নম্বরে হার্দিক পান্ডিয়া তো কখনো অক্ষর প্যাটেল এর সুযোগ। হয়তো স্থান নিয়েও ভারতীয় দলের কিছু খেলোয়াড়দের মধ্যে তৈরি হয়েছে সংশয়। এদিকে K L Rahul ও Shreyas Iyer এর প্রতীক্ষার প্রহর গুনছে ভারতীয় দল ও টিম ম্যানেজমেন্ট। তাই India vs West Indies এর সিরিজ অন্তিম এক দিবসীয় ম্যাচে হয়তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর কাছ থেকে নতুন কোন চমক পেতে চলেছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

India vs West Indies 3rd ODI
India vs West Indies 3rd ODI

India vs West Indies ম্যাচ এক্সপেরিমেন্ট

ভারতীয় দল ও টিম ম্যানেজমেন্ট এর মতে এক্সপেরিমেন্ট করার এই শেষ সময়। তাই তৃতীয় ম্যাচেও এরকম এক্সপেরিমেন্ট হবে সেই নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।এই তিন ম্যাচের এক দিবসীয় সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সফল হন ঈশান কিষান। দুই ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে সিরিজর সর্বোচ্চ রানের তালিকায় এখন তিনি। যদিও বিশ্বকাপ ইলেভেনে ঈশান কিষান এর নাম নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। প্লেয়িং ইলেভেনে সুযোগ না পেলেও বিশ্বকাপে ১৫ জনের মধ্যে তার নাম থাকাটা স্বাভাবিক।

এদিকে ওপেনিং ব্যাটসম্যান ও অধিনায়ক রোহিত শর্মা তৃতীয় ওয়ানডে ম্যাচে না খেললে একেবারে তাকে দেখা যাবে এশিয়া কাপে। কারণ পরবর্তী T-20 series এ রোহিত শর্মাকে দেওয়া হয়েছে বিশ্রাম। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেন এর মতে এক্সপেরিমেন্ট এর এটাই সেরা সুযোগ। যদিও ক্রিকেটপ্রেমীরা Worldcup এর আগে এরকম এক্সপেরিমেন্ট কে ভালো চোখে দেখছেন না।

India vs West Indies সিরিজ ডিসাইডার

ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ানডে ম্যাচে জয়ী দল ২-১ এর ব্যবধানে সিরিজ ও ট্রফি তাদের নামে করবে। যদিও ইন্ডিয়া ম্যাচ ও সিরিজ জেতার প্রবল দাবিদার, তবুও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচের দুর্দান্ত পারফরমেন্স কিছুটা হলেও চিন্তার কারণ ভারতীয় শিবিরে। তাই তৃতীয় ম্যাচে ব্যাট ও বলের ভালো কম্পিটিশন দেখা যাবে।

একদিকে ভারতীয় দল চাইবে ম্যাচে জয়লাভ করে এশিয়া কাপের জন্য তাদের কনফিডেন্স বজায় রাখতে,অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ চাইবে ম্যাচে জয়লাভ করে সিরিজ তাদের নামে করতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের এই শেষ ওয়ানডে ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটে রান আসাটা অত্যন্ত জরুরী। যা এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য তাদেরকে কনফিডেন্স প্রদান করবে। তাই series-decider ম্যাচের প্রত্যেকটি মুহূর্ত থাকবে ক্রিকেটপ্রেমীদের নজরে।

India-vs-West-Indies-3rd-ODI-Ground

India vs West Indies FAQs

ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ 3rd ODI কোথায় দেখা যাবে(Where can I watch India vs West Indies 3rd ODI) ?

দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে কয়েকটি streaming platform এ 3rd ODI দেখতে পাবেন। যেমন Jiocinema,বিভিন্ন Fancode app ও অন্যান্ন website এ।

ইন্ডিয়া ভার্সেস ওয়েস্টইন্ডিজ এর ম্যাচ কখন শুরু হবে (When the match of India vs West Indies will start) ?

ভারতীয় সময় অনুযায়ী আজ(১লা আগস্ট, ২০২৩) সন্ধ্যা ৭ তাই মাস শুরু হবে।

কোন দল ODI 2 জিতেছে (Who won ODI 2) ?

ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড ODI তে জয়লাভ করে।

কোন দল ODI 3 জিতেছে (Who won ODI 3) ?

ভারতীয় দলের জয়লাভ করার সম্ভাবনা প্রবল হলেও ম্যাচ শেষে এর ফলাফল সুনিশ্চিত হবে।

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

Leave a Comment