LPG Subsidy: বড়ো ঘোষণা মোদী সরকারের। আরো একবার সস্তা হচ্ছে গ্যাস এর দাম। PM Ujjwala Yojana র সুবিধাভোগী দের জন্যে স্বস্তির খবর। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন এই সুখবর। যারা PM Ujjwala Yojana র আওতায় পড়েন তারা এতদিন 200 টাকা ভর্তুকি পেতেন, এবার থেকে তাদের ভর্তুকির পরিমান বাড়িয়ে 300 টাকা করে দিলো কেন্দ্রীয় সরকার। অর্থাৎ সরাসরি 300 টাকা ব্যাঙ্ক একাউন্টে ফেরত পেয়ে যাবেন উজ্জ্বলা সুবিধাভোগীরা।
Ujjwala 2.0 প্রকল্প সম্পর্কে রইলো বিস্তারিত তথ্য।
আরও পড়ুন:
- PM Kisan 15th Installment কি কি জিনিস না মানলে পাবেন না টাকা!! নতুন রেজিস্ট্রেশন কিভাবে করবেন বিস্তারিত তথ্য
- PM Vishwakarma Yojana 2023: ৩ লক্ষ টাকা কারা কারা পাবেন ? প্রতিদিন ৫০০ টাকা! কি কি ডকুমেন্টস লাগবে রইলো বিস্তারিত তথ্য
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
Contents
- 1 LPG Subsidy বৃদ্ধি
- 2 PM Ujjwala Yojana
- 2.1 উজ্জ্বলা যোজনা (PMUY): (what is ujjwala yojana)
- 2.2 উজ্জ্বলা যোজনা 2.0:
- 2.3 PM Ujjwala Yojana উদ্দেশ্য:
- 2.4 PM Ujjwala Yojana কারা পাবেন এই প্রকল্পের সুবিধা(who can apply for ujjwala yojana):
- 2.5 প্রয়োজনীয় নথি:
- 2.6 PM Ujjwala Yojana র জন্যে কিভাবে আবেদন করবেন (how to apply for pm ujjwala yojana)
- 2.7 Ujjwala Yojana helpline number কি?
- 2.8 কে উজ্জ্বলা যোজনার জন্যে আবেদন করতে পারে (Who can apply for ujjwala yojana)?
LPG Subsidy বৃদ্ধি
২০১৬ সালে প্রথম PM Ujjwala Yojana শুরু করেন মোদী সরকার। এই প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবার গুলিকে LPG সংযোগ দিয়ে থাকে। প্রথম যখন এই প্রকল্পটি শুরু হয় প্রকল্পের আওতাধীন সাধারণ মানুষকে LPG সিলিন্ডার এবং একবারের ফুয়েল বিনামূল্যে প্রদান করা হয়। তখন প্রায় 50 lakh মানুষ এর লাভ পেয়েছিলেন। ২০২১ সালে প্রধানমন্ত্রী এই প্রকল্পে নতুন নিয়ম সংযোজন করেন সেই নিয়ম অনুযায়ী গ্যাস সিলিন্ডার, স্টোভ, প্রথম রিফিল দেওয়ার পাশাপাশি পরের রিফিল গুলির জন্যে উজ্জ্বলা প্রকল্পের আওতাধীন মানুষদের জন্যে ২০০ টাকা করে এক্সট্রা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয়।
গ্যাস সিলিন্ডার এর দাম ১১০৩ টাকা হলে সাধারণ মানুষকে ২০০ টাকা ভর্তুকি হিসেবে ফেরত দেয় সরকার অর্থাৎ সাধারণ মানুষ এর ক্ষেত্রে এলপিজি সিলিন্ডার এর দাম পরে ৯০৩ টাকা। উজ্জ্বলা যোজনা অনুযায়ী এই প্রকল্পের আওতায় যারা পড়েন তারা আরো এক্সট্রা ২০০ টাকা অর্থাৎ সব মিলিয়ে ৪০০ টাকা ভর্তুকি পেতেন যা চলে আসে সরাসরি ব্যাঙ্ক একাউন্টে তাদের ক্ষেত্রে এতদিন গ্যাস সিলিন্ডার এর দাম পড়তো ৭০৩ টাকা। সেই প্রথায় বদল নিয়ে এলো কেন্দ্রীয় সরকার এবার থেকে ২০০ টাকা নয় মোট ৩০০ টাকা ভর্তুকি হিসেবে ফেরত পাবেন উজ্জ্বলা যোজনার সাথে যুক্ত সাধারণ মানুষ। ujjwala yojana gas cylinder price 603 টাকা অর্থাৎ উজ্জ্বলা যোজনাকারিদের 14.2 kg গ্যাস সিলিন্ডার পিছু পরবে ৬০৩ টাকা।
PM Ujjwala Yojana
উজ্জ্বলা যোজনা (PMUY): (what is ujjwala yojana)
গ্রামীণ এলাকার অনেক মানুষজন রয়েছেন যাদের পক্ষে দাম দিয়ে গ্যাস কিনে রান্না করা সম্ভব হয় না। দারিদ্র সীমার নিচে বসবাসকারী এই লোকজনকে রান্নার জন্যে ভরসা করে থাকতে হয় কাঠ, কয়লা, বিভিন্ন খনিজের প্রতি। রান্নার সময় এই ওপেন ফায়ার থেকে যে পরিমান ধোয়া উৎপন্ন হয়, তা পরিবেশ এর সাথে সাথে শরীর এর উপর ও বিরূপ প্রভাব ফেলে। একটি সমীক্ষা থেকে জানা যায়, ওপেন ফায়ার বা চুলা যাকে বলে তার থেকে ১ ঘন্টায় যে পরিমান ধোয়া উৎপন্ন হয় তা একসাথে ৪০০০ সিগারেট পোড়ার সমান ক্ষতিকারক। গ্রামীণ অঞ্চলে থাকা মহিলাদের এই সমস্যা থেকে নিস্তার দেওয়ার উদ্দেশ্য নিয়ে সরকার এই উজ্জ্বলা যোজনা প্রকল্প নিয়ে আসে। ২০১৬ সালে মে মাসে প্রথম এই প্রকল্প শুরু হয়।
উজ্জ্বলা যোজনা 2.0:
উজ্জ্বলা যোজনা যখন লঞ্চ হয় তখন তার মধ্যে অনেক সমস্যা ছিল। প্রথমে এই প্রকল্পের আওতাধীন লোকেদের প্রথমবার বিনামূল্যে এলপিজি সিলিন্ডার এবং ফুয়েল দেওয়া হয়। কিন্তু গ্যাস রিফিল করানোর কোনো ব্যবস্থা ছিল না সরকারের তরফ থেকে। এর ফলে দারিদ্র সীমার নিচে বসবাসকারী এই মানুষজন এলপিজি সিলিন্ডার একবার পেলেও দ্বিতীয়বার আর তার লাভ নিতে পারছিলেন না। এছাড়াও যারা মাইগ্রেন্ট রয়েছেন অর্থাৎ বাড়ি থেকে দূরে অন্য কোথাও গিয়ে বসবাস করছেন তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছিলো।
এই সব সমস্যার সমাধান করার উদ্দেশ্য নিয়ে সরকার নতুন করে লঞ্চ করে উজ্জ্বলা 2.0, এইবার এই নতুন প্রকল্পে সংযুক্ত হয় আরো নতুন নিয়ম আবেদনকারীদের এলপিজি সিলিন্ডার এর পাশাপাশি, প্রথম বারের রিফিলও বিনামূল্যে দেয় সরকার এবং এর পরের বার থেকে দেওয়া হয় ২০০ টাকা এক্সট্রা ভর্তুকি।
Ujjwala Yojana 1.0 | Ujjwala Yojana 2.0 | |
লঞ্চ এর তারিখ (pradhan mantri ujjwala yojana launch date) | 2016, মে | 2021, আগস্ট |
প্রথম লঞ্চ হয় যে স্থানে | বালিয়া, উত্তরপ্রদেশ | মাহোবা, উত্তরপ্রদেশ |
Ministry | Ministry of Petroleum & Natural Gas | Ministry of Petroleum & Natural Gas |
উদ্দেশ্য (AIM) | দারিদ্রসীমার নিচে থাকা মানুষকে বিনামূল্যে LPG প্রদান করা। | মাইগ্রেন্ট দের ম্যাক্সিমাম সুবিধা প্রদান করা। |
PM Ujjwala Yojana উদ্দেশ্য:
এই প্রকল্পের উদ্দেশ্য গুলি হলো-
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
- Women empowerment কে ত্বরান্বিত করা।
- বাড়ির মহিলা এবং ছোট বাচ্চাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
- স্বাস্থ্যকর রান্নার ফুয়েল যোগান দেওয়া।
PM Ujjwala Yojana কারা পাবেন এই প্রকল্পের সুবিধা(who can apply for ujjwala yojana):
কেবলমাত্র মহিলারা এই প্রকল্পের জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা যোগ্যতা (Eligibility Criteria) থাকতে হবে সেগুলি হলো-
- মহিলার বয়স ১৮ বছরের উর্ধে হতে হবে।
- তার BPL কার্ড থাকতে হবে।
- আবেদনকারী মহিলাকে অবশ্যই SC, ST, Pradhan Mantri Awas Yojana (Gramin), Most Backward Classes (MBC), Antyodaya Anna Yojana (AAY), Tea and Ex- Tea Garden tribes, Forest Dwellers, People residing in Islands and River Islands, enlisted under SECC Households (AHL TIN) or any Poor Household as per 14-point declaration এই সমস্ত ক্যাটাগরি থেকে হতে হবে তবেই আবেদন করা যাবে।
- আবেদনকারীর একটি সেভিংস ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে।
- আবেদনকারীর বাড়ির কারো আগের থেকে কোনো এলপিজি কানেকশন থাকা চলবে না।
প্রয়োজনীয় নথি:
উজ্জ্বলা যোজনার জন্যে আবেদন করার জন্যে যা যা লাগবে তা হলো-
- KYC– এই KYC টি ওয়েবসাইটে যেখানে আবেদন করতে হবে সেখান থেকেই হয়ে যাবে।
- আধার কার্ড
- রেশন কার্ড
- আড্রেস প্রুফ
- ব্যাঙ্ক একাউন্ট ডিটেলস
- যারা মাইগ্রেন্ট তাদের জন্যে লাগবে সেলফ ডিক্লারেশন ( Annexure-I), যা ওই ফর্ম থেকেই পেয়ে যাবেন।
PM Ujjwala Yojana র জন্যে কিভাবে আবেদন করবেন (how to apply for pm ujjwala yojana)
PM Ujjwala Yojana র জন্যে অনলাইন আবেদন করুন PMUY.gov.in ওয়েবসাইট থেকে।
- প্রথমে PMUY.gov.in ওয়েবসাইটে যান।
- এবার Apply for new ujjwala 2.0 তে ক্লিক করুন।
- সেখানে কিছু কন্ডিশনস দেওয়া থাকবে সেগুলি পড়ে নিয়ে নিচের দিকে স্ক্রল করে এসে online portal এ ক্লিক করুন।
- এরপর আপনার কাছে ৩ টি গ্যাস সিলিন্ডার এর অপশন এসে যাবে HP, Bharatgas, Indane এর মধ্যে যেকোনো একটি সিলেক্ট করুন।
- সিলেক্ট করার সাথে সাথে আপনার কাছে কাস্টমার আইডি তৈরী করার অপশন চলে আসবে।
- এরপর প্রয়োজনীয় ডিটেলস দিয়ে ভবিষ্যতে ব্যবহারের জন্যে পেজটি সেভ করে নিন।
Official Website | এখানে ক্লিক করুন |
Homepage | এখানে ক্লিক করুন |
Ujjwala Yojana helpline number কি?
Ujjwala helpline number হলো 1800-266-6696.
Ujjwala Yojana customer care number 1800-266-6696.
কে উজ্জ্বলা যোজনার জন্যে আবেদন করতে পারে (Who can apply for ujjwala yojana)?
কেবলমাত্র মহিলারা এই প্রকল্পের জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা যোগ্যতা (Eligibility Criteria) থাকতে হবে সেগুলি হলো-
মহিলার বয়স ১৮ বছরের উর্ধে হতে হবে,তার BPL কার্ড থাকতে হবে।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !