Lunar Eclipse 2023, Solar Eclipse 2023: ২০২৩ প্রায় শেষের মুখে এর মধ্যে হতে চলেছে গ্রহণ। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুই ই দেখা যাবে এই অক্টোবর মাসে। ১৪ অক্টোবর মহালয়ার দিন হবে সূর্যগ্রহণ। এবং ২৯অক্টোবর কোজাগরী পূর্ণিমার দিন দেখা যাবে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতে কি সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ দুই দেখা যাবে ! পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হলে লক্ষী পুজোয় আসবে কোনো বাধা! কি বলছেন বিশেষজ্ঞরা রইলো তথ্য।
২০২৩ সালে দেখা গেলো মোট ৪ বার গ্রহণ। এর মধ্যে ২ টি চন্দ্র গ্রহণ এবং দুটি সূর্য গ্রহণ। ২০ এপ্রিল ছিল বছরের প্রথম সূর্য গ্রহণ, তার পনেরো দিন পর ৫ মে ছিল বছরের প্রথম চন্দ্র গ্রহণ। এরপর আবার ১৪ অক্টোবর দেখা যাবে সূর্য গ্রহণ, এবং তার প্রায় ১৪ দিন পরেই চন্দ্র গ্রহণ। এটাই হবে এই বছরের শেষ গ্রহণ।
আরও পড়ুন:
- LPG Subsidy: খুশির খবর! উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার পিছু 300 টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার
- Waheeda Rehman ভূষিতা হলেন ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান Dadasaheb Phalke পুরস্কার দ্বারা! কি বলছেন অভিনেত্রী!
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
Contents
সূর্য গ্রহণ ২০২৩ (Solar Eclipse 2023):
২০২৩ এর ১৪ অক্টোবর মহালয়া। এই দিন পিতৃ পক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা। এই দিনেই হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুসারে গ্রহণ লাগছে ১৪ অক্টোবর রাত্রি ৮ টা বেজে ৩৪ মিনিটে এবং শেষ হচ্ছে রাত্রি ২ টো বেজে ২৪ মিনিটে। গ্রহণের সময়কাল দেখেই আপনারা বুঝতে পারছেন যে গ্রহণ লাগছে সন্ধ্যের পর, কিন্তু সন্ধ্যায় তো আকাশে সূর্য দেখা যায় না। হ্যাঁ, ঠিক ই ধরেছেন ভারত থেকে এই বলয়গ্রাস সূর্য গ্রহণ দেখা যাবে না। যেহেতু গ্রহণ দেখা যাবে না তাই সূর্য গ্রহণ ভারতে মান্য নয়। এই বলয়গ্রাস সূর্য গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওয়েস্ট আফ্রিকা প্রভৃতি জায়গায়।
চন্দ্রগ্রহণ ২০২৩ (Lunar Eclipse 2023):
কোজাগরী পূর্ণিমার দিন পড়ছে চন্দ্র গ্রহণ তাহলে কি এবছর লক্ষী পুজো করা যাবে না! কি বলছেন বিশেষজ্ঞরা!
পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা পড়ছে ২৮ অক্টোবর রাত ৩ টা বেজে ৪২ মিনিটে, পূর্ণিমা ছেড়ে যাবে ২৯ অক্টোবর রাত ১ টা ৫৬ মিনিটে। লক্ষী পুজো হবে ২৯ অক্টোবর, ২০২৩, বাংলার ১০ কার্তিক,১৪৩০। চন্দ্র গ্রহণ লাগবে ২৯ অক্টোবর রাত ১.০৫ মিনিট থেকে, থাকবে রাত ২.২৪ মিনিট অবধি। চন্দ্র গ্রহণের সুতক কাল লাগবে ২৮ অক্টোবর বেলা ২.৫২ মিনিট থেকে ২৯ অক্টোবর রাত ২.২২ মিনিট পর্যন্ত।
কোজাগরী পূর্ণিমা | পড়ছে ২৮ অক্টোবর রাত ৩ টা বেজে ৪২ মিনিটে। | ছাড়ছে ২৯ অক্টোবর, রাত ১ টা বেজে ৫৬ মিনিট। |
লক্ষী পুজো | ২৯ অক্টোবর, ২০২৩ বাংলার ১০ কার্তিক, ১৪৩০ | |
চন্দ্র গ্রহণ সময়কাল | শুরু হচ্ছে ২৯ অক্টোবর, রাত ১ টা বেজে ৫ মিনিটে | ছাড়বে ২৯ অক্টোবর, রাত ২ টো বেজে ২৪ মিনিটে |
চন্দ্র গ্রহণ সুতক কাল | শুরু হবে ২৮ অক্টোবর, বেলা ২.৫২ মিনিট | শেষ হবে ২৯ অক্টোবর রাত ২ টো বেজে ২২ মিনিটে |
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
Solar Eclipse 2023 FAQ
সূর্যগ্রহণ ২০২৩ এর কবে পড়েছে (What is the Timing of Surya Grahan 2023)?
২০২৩ এ মোট ২টি সূর্য গ্রহণ দেখা গেলো। তার মধ্যে একটি গ্রহণ সম্পন্ন হয়ে গেছে ২০ এপ্রিল ২০২৩ এ। আর একটি গ্রহন আছে ১৪ অক্টোবর মহালয়ার দিন। তবে এই বলয় গ্রাস সূর্য গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না।
সূর্য গ্রহণ ২০২৩ কি ভারত থেকে দৃশ্যমান হবে (Will solar eclipse be visible in India 2023)?
২০২৩ এর শেষ সূর্য গ্রহণ যা পড়েছে ১৪ অক্টোবর মহালয়ার দিন তা ভারত থেকে দৃশ্যমান হবে না। এই গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা এবং পেসিফিক আটলান্টিকে।