Ankit Baiyanpuria: ইনি কে ? “Swachchta Hi Seva” এর বার্তা নিয়ে দেখা করলেন PM Modi. ঝাড়ু হাতে স্বচ্ছতা অভিযানে দেখা গেলো দুজনকে

Narendra Modi এবং Ankit Baiyanpuria: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ‘স্বচ্ছতাই সেবা’ এই ক্যাম্পেনটি শুরু হয়েছে 2023 এর 15 সেপ্টেম্বর থেকে, চলবে গান্ধী জয়ন্তী 2 অক্টোবর 2023 পর্যন্ত। এই ক্যাম্পেইন এর উদ্দেশ্য হলো ‘Garbage Free India’ অর্থাৎ আবর্জনা মুক্ত ভারত। রবিবার 1 অক্টোবর ফিটনেস ইনফ্লুয়েন্সের অঙ্কিত বাইয়ানপুরিয়া এই ক্যাম্পেইনে যোগ দিলেন নরেন্দ্র মোদির সাথে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই ভিডিও পোস্ট করেছেন অঙ্কিত এবং মোদীজি দুজনেই।

Ankit Baiyanpuria and Modi ji Swachhta hi seva
Ankit Baiyanpuria and Modi ji Swachhta Hi Seva

ঝাড়ু হাতে আবর্জনা পরিষ্কার করতে করতে স্বচ্ছতা এবং ফিটনেস নিয়ে কথা বলেন মোদীজি। অঙ্কিতের প্রশংসা করে তিনি বলেন সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে কিভাবে ব্যবহার করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ হলেন অঙ্কিত। কে এই অঙ্কিত বাইয়ানপুরিয়া রইলো বিস্তারিত তথ্য।

আরও পড়ুন:

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

Swachchta Hi Seva প্রচারে Ankit Baiyanpuria যোগ দিলেন Narendra Modi র সাথে

হরিয়ানার ফিটনেস কিং অঙ্কিত নিজের দেশি স্টাইল এ কসরতের জন্যে প্রসিদ্ধ। Youtube চ্যানেল রয়েছে ওনার যেখানে উনি বিভিন্ন ফিটনেস চ্যালেঞ্জ করে থাকেন। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো তাঁর ’75-day hard challenge’ দেশের যুব সমাজকে ফিটনেস সম্পর্কে ইনফ্লুয়েন্স করার জন্যে প্রধানমন্ত্রী নিজে তাকে ধন্যবাদ জানান। মোদী এও উল্লেখ করেন যে যেসমস্ত লোক জন মনে করেন জিমে না গেলে কসরত করা যায় না তাদের সেই ভ্রান্ত ধারণা অঙ্কিত ভেঙে ফেলেছেন। আসুন জেনে নেওয়া যাক অঙ্কিতের সম্পর্কে।

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

Ankit Baiyanpuria কে ?

হরিয়ানার সোনিপতে এক কৃষি পরিবারে জন্ম অঙ্কিতের। ওনার বাবা একজন কৃষক, মা গৃহিনী। ছোট থেকেই খেলাধুলার সাথে যুক্ত তিনি। উনি একজন দেশি রেসলার। এক সময় সাধারণ শ্রমিক, ডেলিভারি বয় হিসেবে কাজ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রথম ক্যারিয়ার শুরু করেন টিকটক এবং ইউ-টিউব এ হারিয়ানী কমেডি ভিডিও দিয়ে। কোভিড-19 এর লকডাউন এর পর উনি ফিটনেস, ওয়ার্ক আউট এসব নিয়ে ভিডিও বানানো শুরু করেন। 2022 সালে কুস্তি করতে গিয়ে কাঁধে চোট পান তিনি।

দেশি স্টাইলে কসরত করার সৌখিন অঙ্কিত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি চ্যালেঞ্জ নেন। এই চ্যালেঞ্জ ছিল 75 দিনের। যার প্রধান উদ্দেশ্য ছিল নিজের মধ্যে শারীরিক ফিটনেস এর সাথে সাথে মানসিক ফিটনেস এবং অনুশাসন তৈরী করা। এই সময় তাঁর রুটিন ছিল দিনে 4-5 ঘন্টা কসরত, প্রতিদিন যেকোনো একটি বইয়ের অন্তত 10 পাতা পড়া, ধ্যান করা।

একটি ইন্টারভিউ তে তিনি জানিয়ে ছিলেন ওনার এই 75 দিনের চ্যালেঞ্জ এর অনুপ্রেরণা তিনি পান আমেরিকার এন্ডি ফ্রিসেলার 75 দিনের কঠিন চ্যালেঞ্জ থেকে। এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করে নেটিজেন দের কাছে অঙ্কিত জনপ্রিয়তা লাভ করেন। মাত্র 28 দিনে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন থেকে বেড়ে ৩ মিলিয়ন হয়ে যায়। তা নিয়ে তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও করেছেন।

Ankit Baiyanpuria with Modi Ji:

সাম্প্রতিক পর্বে দেশব্যাপী স্বচ্ছতা অভিযানে কেন্দ্রীয় সরকারের যে উদ্যোগ তা পরিণত হয়েছে জন আন্দোলনে। ঝাড়ু হাতে অনেক কেই পথে নামতে দেখা যাচ্ছে। বাদ পড়েননি প্রধানমন্ত্রী নিজেও। রবিবার সম্প্রীতি সেই কর্মসূচির প্রচারে প্রধানমন্ত্রী দেখা করেন ফিটনেস ইনফ্লুয়েন্সের অঙ্কিত বয়ানপুরিয়া র সাথে। তাঁদের আলাপচারিতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তে পোস্ট করেছেন অঙ্কিত। যেখানে দুজনকেই ঝাড়ু হাতে আবর্জনা পরিষ্কার করতে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন দেশব্যাপী মানুষ যে স্বচ্ছতার উদ্যোগ নিয়েছেন, তেমনি ফিটনেস এবং সুস্থতাকে ও এর সাথে জুড়তে হবে। তবেই গড়ে উঠবে স্বচ্ছ ভারত, সুস্থ ভারত।

অঙ্কিতের সাথে কথোপকথনে নিজের রোজনামচা সম্পর্কে উল্লেখ করেন মোদী। তিনি বলেন সুস্থ জীবনযাপনের জন্যে যতটুকু কসরত দরকার তা তিনি রোজই করে থাকেন। অনুশাসনে থেকে জীবনযাপন করা তাঁর অভ্যাস। তবে ইদানিং সেই অনুশাসনের দুটি জিনিস মানতে পারছেন না তিনি। এক তো সঠিক সময় খাওয়াদাওয়া হচ্ছে না, আর ঘুম ও হচ্ছে না পর্যাপ্ত পরিমানে।

অঙ্কিত ও তার প্রতিদিনের 4-5 ঘন্টার ওয়ার্ক আউট এর কথা উল্লেখ করেন। তিনি বলেন শুধু শারীরিক বল নয় মানসিক ভাবে ফিট থাকার জন্যেও তিনি কাজ করেন। প্রতিদিন গীতাপাঠ করে, বই পড়ে নিজেকে মানসিক ভাবে বিকশিত করার প্রচেষ্টা তার। প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়ার ইতিবাচকতা নিয়ে প্রশংসা করেন।

FAQ

Ankit Baiyanpuria কে (Who is Ankit Baiyanpuria)?

Ankit Baiyanpuria হলেন একজন দেশি কুস্তিগীর, সোশ্যাল মিডিয়া তে উনি ফিটনেস ইনফ্লুয়েন্সের। সম্প্রীতি 75 দিনের একটি চ্যালেঞ্জ করে নেটিজেনদের কাছে উনি জনপ্রিয়তা লাভ করেছেন।

Ankit Baiyanpuria র কাস্ট কি(Who is Ankit Baiyanpuria by caste)?

দেশি কুস্তিগীর অঙ্কিত কাস্টের দিক দিয়ে হারিয়ানি প্রজাপতি এমন টাই জানা যায়।

Ankit Baiyanpuria র আসল নাম কি? (What is the actual name of Ankit Baiyanpuria)?

Ankit Baiyanpuria র আর এক নাম হলো Ankit Singh.

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

Leave a Comment