Radha Ashtami 2023 in Bengali, রাধাষ্টমী পুজোর সময়সূচি, পুজোর বিধি। Radha Ashtami 2023 Date and Time

Radha ashtami 2023 in bengali: হিন্দু ক্যালেন্ডার অনুসারে কৃষ্ণজন্মাষ্টমী সম্পন্ন হওয়ার ১৫ দিন পর আসে রাধা রানীর জন্মোৎসব। যা রাধাষ্টমী নামে খ্যাত। কৃষ্ণ যিনি, তিনিই রাধে, যিনি রাধে তিনিই কৃষ্ণ। অর্থাৎ রাধা কৃষ্ণ একে ওপরের পরিপূরক। তাই কৃষ্ণের পুজো করা সত্ত্বেও যদি রাধারাণীর পুজো না করা হয় তবে সেই পুজো অসম্পূর্ণ রয়ে যায়। রাধাষ্টমী ব্রত পালনের অনেক মাহাত্ম্য রয়েছে।

আরও পড়ুন:

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

Radha ashtami 2023 in Bengali

রাধাষ্টমী তাৎপর্য:

পদ্মপুরানের ব্রহ্মখন্ডে সপ্তম অধ্যায়ের ১ নম্বর শ্লোক থেকে ৪৪ নম্বর শ্লোক পর্যন্ত বিশেষভাবে রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য সম্পর্কে উল্লেখ রয়েছে। পদ্মপুরান মতে একবার রাধাষ্টমী পালন করলে গঙ্গা-যমুনা সকল তীর্থ দর্শনের ফল লাভ করা যায়। কৃষ্ণ জন্মাষ্টমী যদি ১০০ টি করা হয় তার ফল রাধাষ্টমী একবার পালন করলে তার সমান হয়। এক লক্ষবার একদশী পালন করলে যা ফল লাভ হয়, কেবল একবার রাধাষ্টমী পালন করলে তার সমান পুণ্য অর্জন করা যায় , রাধাষ্টমীর এই সব মহিমা বর্ণিত রয়েছে পদ্মপুরাণে।

Radha Ashtami 2023 Date and Time:

পঞ্জিকা অনুযায়ী এবছর রাধাষ্টমী শুভ দিন টি পড়েছে বাংলার ৫ ই আশ্বিন এবং ইংরেজির 23 সেপ্টেম্বর শনিবার। কথিত আছে বৃষভানু সুতা মধ্যন্নলগ্নে জন্মগ্রহণ করেছিলেন। তাই রাধাষ্টমী ব্রত পালনের শুভ মুহূর্ত হলো ২৩ সেপ্টেম্বর দুপুর ১২ টার পর।

Radha Ashtami 2023 in Bengali
Radha Ashtami 2023 in Bengali

রাধাষ্টমী পুজো বিধি:

  1. বাড়ি, ঠাকুরঘর, মুখ্য দুয়ার পরিষ্কার, আল্পনা।
  2. স্নান সেরে পরিষ্কার,শুদ্ধ বস্ত্র পরে পুজো আসনে বসবো।
  3. ৯ টি মাটির প্রদীপ, ঘি বা তেল দিয়ে সাজিয়ে নেবো।
  4. কৃষ্ণ জন্মাষ্টমীর মতো পঞ্চামৃত বানিয়ে রাধারানী-মাধব গোপালের অভিষেক।
  5. তারপর স্নানাভিষেক।
  6. সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসাবো।
  7. ৯ টি প্রদীপ রাধারাণীর উদ্দেশে জ্বালিয়ে নেবো।
  8. চন্দন, ফুলের মালা পরিয়ে নেবো।
  9. তুলসীতে চন্দন লাগিয়ে কৃষ্ণকে নিবেদন এবং তুলসী মঞ্জুরি, পুষ্প্যাভিষেক।
  10. লাল পদ্ম নিবেদন।
  11. হাতে ফুল ও তুলসী নিয়ে
    নমঃ ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মান হিতায়চ
    জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।
  12. হাতে ফুল নিয়ে রাধারাণীর উদ্দেশ্যে
    তপ্ত-কাঞ্চন-গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী
    বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে॥
    জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী।

রাধাষ্টমী পারণ:

যদি কেউ রাধাষ্টমীর দিন সারাদিন উপোস থেকে পুজো করেন এবং পুজোর পর ও শুধুমাত্র ফলাহার করে সারাটাদিন কাটান কোনোরকম অন্ন গ্রহণ না করেন। তাহলে পুজোর পরদিন তাদের পারণের মাধ্যমে ব্রত সম্পন্ন করতে হয়। রাধাষ্টমী পারণ এর সময় হলো 24 সেপ্টেম্বর রবিবার সকাল 5.51 মিনিটের মধ্যে।

রাধাষ্টমী ভোগ নিবেদন:

নিজের সাধ্যমতো রাধারানী ও মাধবকে ভোগ নিবেদন করা যেতে পারে। তবে মনে রাখতে হবে ভোগ নিবেদনের সময় অবশ্যই যাতে ভোগের উপর তুলসী পাতা দেওয়া হয়। ভোগের মধ্যে দিতে পারেন গোটা ফল ৫ বা ৭ রকমের, এছাড়া কুচো ফল, নারকেল নাড়ু, তিলের নাড়ু, মিষ্টি, লুচি, সুজি, খৈ, মুড়কি প্রভৃতি ভোগ হিসেবে দেওয়া যেতে পারে।

ফল লাভ

  1. রাধারাণীর সাথে কৃষ্ণের পুজো must . বিবাহিত দম্পতিরা রাধাষ্টমীর ব্রত নিয়ম মেনে পালন করলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে। দম্পতির ভালোবাসা অটুট থাকে।
  2. সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
  3. দানাজাতীয় কিছু খাওয়া নিষিদ্ধ। পরের দিন কিছু খাওয়া যেতে পারে পুজো এবং আরতির পর।

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

Leave a Comment