শিক্ষক দিবস উপলক্ষে বক্তৃতা PDF|Teachers Day Speech in Bengali 2023|5th September Speech

ধ্রুবতারা বলে তাঁকে মানি,
মাথা নত করি তাঁর কাছে;
পড়ানোটা শুধু পেশা নয়,
অদম্য নেশা যাঁর কাছে।

Happy Teachers Day !!

Teachers Day Speech in Bengali: 5 ই সেপ্টেম্বর ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। বছরের প্রত্যেকটা দিনে প্রত্যেক ক্ষনে ক্ষণে আমরা যা কিছু শিখছি, যাদের থেকে শিখছি তাঁরা সকলেই আমাদের শিক্ষক। বাবা-মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সময়-পরিস্থিতি এই সবকিছুই আমাদের জীবনে চলার পথে অনেক কিছু শিখিয়ে যায়। আমাদের মানুষ হয়ে বাঁচতে শেখায়। তাই কেবল একটিমাত্র দিনে শ্রদ্ধাজ্ঞাপন করে সেই ঋণ শোধ করা না গেলেও, এই দিনটিকে সুন্দর ভাবে সাজিয়ে, তাঁরা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয় সেটা তাঁদের জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা যেতেই পারে। সমস্ত ছাত্রছাত্রীরা বক্তৃতার মাধ্যমে নিজেদের অনুভবকেই তাদের শিক্ষক-শিক্ষিকাদের সাথে ভাগ করে নেবে সেটাই বাঞ্ছনীয়। তবুও আমাদের একটি ছোট্ট প্রচেষ্টা সেই ছাত্রছাত্রীদের অনুভবকে যাতে আরও রঙিনভাবে পেশ করা যায় এই বক্তৃতার মাধ্যমে।

আরও পড়ুন:

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

শিক্ষক দিবস উপলক্ষে বক্তৃতা ২০২৩(Teachers Day Speech in Bengali)

বক্তৃতা শুরু করার আগে অনুষ্ঠানে উপস্থিত সমস্ত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, সভাপতি মহাশয়/মহাশয়া সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমার ছোট ভাইবোন, বয়োজ্যেষ্ঠ দাদা-দিদি এবং সহপাঠীবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।

৫ ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ১৮৮৮ সালের ৫ ই সেপ্টেম্বর তামিলনাড়ুর এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বিশ্বের দরবারে একজন রাজনীতিবিদ হওয়ার সাথে সাথে তিনি পরিচিত ছিলেন অতিজনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে। ১৯৩১ সালে তিনি ব্রিটিশ সরকারদ্বারা নাইটহুড উপাধিতে সম্মানিত হন। ১৯৫৪ সালে তিনি ভারতরত্ন সম্মান পান। জীবনের অনেকগুলো বছর তিনি কাটিয়েছেন অধ্যাপনা করে। রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর ছাত্ররা জন্মদিন পালন করতে চাইলে, তিনি ইচ্ছে প্রকাশ করেন, দিনটিকে শুধু জন্মদিন হিসেবে সীমাবদ্ধ না রেখে শিক্ষক দিবস হিসেবে উদযাপিত করা হোক। সেই থেকে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

শিক্ষক দিবস রচনা (Teachers Day Speech in Bengali Part- 1)

ছোটবেলা মায়ের কাছে প্রথম “অ”-“আ” শেখা, বাবার কাছে অঙ্ক শেখা, রিডিং পড়া শেখা। তারপরে পালা এলো স্কুলে যাওয়ার। স্কুলে প্রথমদিন যখন যেতে হয় বাড়ি ছেড়ে, তখন শিক্ষক-শিক্ষিকারাই থাকেন যাঁরা আমাদের চোখের জল মুছে আমাদের আপন করে নেন। শিক্ষকের আসল পরিচয় তাঁর ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের সাফল্য এবং কৃতিত্বই শিক্ষককে গৌরবান্বিত করে। শিক্ষকের উদ্দেশ্যই হলো ছাত্রছাত্রীকে স্বপ্ন দেখতে শেখানো, স্বপ্ন বাস্তবায়িত করার সাহস জোগানো, মানুষের মতো মানুষ হতে শেখানো।

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !

শিক্ষক দিবস পোস্টার (Happy Teachers Day Poster)

শিক্ষক দিবসে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক-শিক্ষিকাদের দিনটিকে বিশেষভাবে অনুভব করানোর জন্য নানারকম আয়োজন করে থাকে। বিদ্যালয় কক্ষগুলিকে বিশেষভাবে সাজিয়ে তোলা, নানারকম শিল্পকলা, শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিশেষ উপহার ইত্যাদি বিভিন্ন ধরণের ব্যবস্থা করা হয়ে থাকে। এর মধ্যে একটি প্রধান সরঞ্জাম হলো শিক্ষক দিবসের পোস্টার ডিজাইন করা। ইন্টারনেট থেকে অনেকরকমের idea নিয়ে এটি ডিজাইন করা যেতে পারে অথবা অনলাইন বিভিন্ন e-commerce স্টোর থেকেও ক্রয় করা যেতে পারে।

Teachers Day Speech in Bengali 2023
Teachers Day Speech in Bengali 2023 Poster

শিক্ষক দিবসের গুরুত্ব(Teachers Day Speech in Bengali Part 2)

বাবা-মা যেমন সন্তানকে ছোট্ট চারাগাছের মতো লালন-পালন করে, শিক্ষক তাঁর সমস্ত মেধা, শ্রম, সাধনা এবং ভালোবাসা দিয়ে সেই ছোট্ট চারাগাছের পরিচর্যা করে তাকে মহীরুহ করে তোলেন। এককথায় বলতে গেলে, শিক্ষকতা হলো সকল পেশার জননী। কারণ, শিক্ষকতা বলতে কেবল পুঁথিগত শিক্ষা লাভ করাকে বোঝায় না। জীবনের প্রত্যেকটা স্তরেই আমরা যা শিখি, যাদের থেকে শিখি তারা সকলেই আমাদের শিক্ষক।

File Name Teachers Day Speech in Bengali PDF
LanguageBengali
Size82 KB
Number of Pages1

Download File

Teachers Day Speech in Bengali পিডিএফ ডাউনলোড

Teachers Day Speech in Bengali FAQs

৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় কেন?

আমরা ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি কারণ এই তারিখে ভারতীয় শিক্ষা প্রণালীর প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত গুরু সর্বপল্লি রাধাকৃষ্ণন দেবনাথের জন্মদিন। রাধাকৃষ্ণন দেবনাথ শিক্ষাবাদী হিসেবে প্রসিদ্ধ হন, এবং তিনি ভারতের প্রথম উপরাষ্ট্র প্রধান হিসেবেও কাজ করেন। রাষ্ট্রপতি হিসেবে কার্যরত হওয়ার পর Dr. রাধাকৃষ্ণন এর ছাত্ররা তাঁর জন্মদিন পালন করতে চাইলে, তিনি বলেন আজকের দিনটিকে শুধু তাঁর জন্মদিন হিসেবে নয়, সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য শিক্ষক দিবস হিসেবে পালন করা হোক।
এই দিনে ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষকদের কৃতজ্ঞতা প্রকাশ করে।

ভারতে শিক্ষক দিবস কবে থেকে শুরু হয় ?

১৯৬২ সাল থেকে প্রতি বছর ৫ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় সমাজে কর্মরত সমস্ত শিক্ষকদের শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য।

World Teachers Day কবে?

৫ ই অক্টোবর দিনটিকে ওয়ার্ল্ড টিচার্স ডে হিসেবে পালন করা হয়।

আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !


Related Tags: শিক্ষক দিবসের বক্তব্য, শিক্ষক দিবসের তাৎপর্য, শিক্ষক দিবসের ভাষণ, সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনী, শিক্ষক দিবসের সংক্ষিপ্ত বক্তৃতা ২০২৩, happy teachers day font, teachers day png, happy teacher day png, teacher’s day teachers day bulletin board decorations, teacher day dresses, simple teachers day cake design, teachers day greeting card easy, teacher day drawing poster, teachers day photo frame, stage decoration for teachers day, teachers day banner design, Teachers Day Speech in Bengali.

happy teachers day logo, creative greeting cards teachers day, teacher day par nibandh, Dr Sarvepalli Radhakrishnan, 5th september, teachers day par poem, happy teachers day status video download, teachersday2023, motivational quotes by sarvepalli radhakrishnan in bengali, dr sarvepalli radhakrishnan biography, dr sarvepalli radhakrishnan quotes in bengali, 5th september teachers day quotes, teachers day motivational speech in bengali

Leave a Comment