Game খেললেই দিতে হবে ২৮% ট্যাক্স। জেনে নিন কোন কোন গেম !!
বাচ্চা থেকে বয়স্ক প্রায় অধিকাংশের মধ্যেই রয়েছে অনলাইন গেম এর নেশা।
কিন্তু সম্প্রতি হওয়া GST council meet এ কয়েকপ্রকার অনলাইন গেমের ওপর সকার ধার্য করা হল কড়া হারের সুদ।
GST কাউন্সিল মিটের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত প্রকার অনলাইন বেটিং গেমের ওপর লাগতে চলেছে ২৮% হারে চড়া সুদ।
Dream 11, My 11 circle, rummy থেকে শুরু করে সমস্ত প্রকার অনলাইন বেটিং গেমের ওপর প্রযোজ্য হবে ২৮% GST .
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট ভাবে জানান যে গেম অফ স্কিল কিংবা গেম অফ চান্স দেখা হবে না সমস্ত অনলাইন বেটিং গেম এর ওপর ২৮% জি এস টি প্রযোজ্য হবে
গেম অফ স্কিল: গেম অফ স্কিল মূলত সেইসব গেম কেই বোঝায় যেগুলি জেতার সম্ভাবনা নির্ভর করে খেলোয়াড় এর স্কিল বা দক্ষতার ওপর। যেমন দাবা(Chess), ক্যারম(Carrom) ইত্যাদি।
গেম অফ চান্স: গেম অফ স্কিল মূলত সেইসব গেম কেই বোঝায় যেগুলি জেতার সম্ভাবনা খেলোয়াড় এর স্কিল বা দক্ষতার ওপর নির্ভর না করে ভাগ্য বা সুযোগ এর ওপর নির্ভর করে। যেমন লটারী(Lottery), ডাইস(Dice) ইত্যাদি।