কি চমকে উঠলেন তো ? কিন্তু এটা সত্যি হতেও পারে। দেখা যেতে পারে এই শিল্পা শেঠি কে Upcoming বিগবস সিজিন এ। 

আগামী 15th October, 2023 থেকে শুরু হতে চলেছে বিগ বস এর ১৭ তম সিজিন অর্থাৎ Big Boss Season 17. যার host হিসেবে দেখা যাবে Salman Khan কে। 

আর এই সিজিনেই দেখতে পাওয়ার কথা শোনা যাচ্ছে 18+ adult content ক্রিয়েটর শিল্পা শেঠি কে।

সবার মুখে শোনা যাচ্ছে এবারের বিগ বস অন্যরকম হতে চলেছে। যেখানে হয়তো মূল আকর্ষণ হয়ে উঠতে পারে এই mssethii বা Shilpa Sethii .

এবারের BigBoss 17 এ দেখা যাবে অনেক নতুন মুখ। যাদের মধ্যে একজন হবেন এই XXX কনটেন্ট এর জন্য প্রসিদ্ধ শিল্পা শেঠি। 

শিল্পা একজন আমেরিকান  adult content ক্রিয়েটর যার জন্ম হয়ে ভারতে। এছাড়াও তিনি একজন মডেল। 

শিল্পা তার bold কনটেন্ট এর জন্য সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয়। তার instagram এ প্রায় ১০ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। 

শিল্পা social mediate বিশেষত mssethii নামে পরিচিত। তার শরীর এবং তার বোল্ড স্টাইলই তার পরিচয়।

তার রূপের ঝলক দেখাতে প্রায় ১০০০০ আমেরিকান ডলার খরচ করে নিজের বডি সার্জারি করিয়েছেন শিল্পা।

অনেক magazine এর কভার পেজে মডেল হিসেবে দেখা গেছে শিল্পা কে। ভবিষ্যতে actress হতে চান শিল্পা। দেখা যাক Salman Khan পরিচালিত Bigboss পাল্টে দিতে পারে কিনা শিল্পার ভাগ্য !

আরও স্টোরি দেখতে আমাদের টেলিগ্রাম জয়েন করুন।