সদ্য মা হলেন Ileana D'Cruz, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ফুটফুটে ছেলের ফটো

৬ ই অগাস্ট ২০২৩ এ তিনি তার ইনস্টাগ্রাম পোস্ট পাবলিশ করতেই ফ্যানরা শুভকামনায় ভরিয়েছে কমেন্ট সেকশন।

সোশ্যাল মিডিয়াজুড়ে ভারী মাত্রায় ভাইরাল হচ্ছে Ileana এর এই ফুটফুটে সন্তানের ফটো। নামসহ ফটো শেয়ার করলেন এক্ট্রেস।

এক্ট্রেস তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল এ নামসহ ছবি শেয়ার করেন ছোট্ট ছেলের। বেশ ইউনিক নাম রেখেছেন ছেলের , Koa Phoenix Dolan 

ileana d'cruz husband কে জানেন কি ? ileana ২০২৩ এর মে তে Michael Dolan এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন.

My little 🍉ক্যাপশন এর সঙ্গে এক সপ্তাহ আগে নিজের প্রেগন্যান্সি এর ফটো শেয়ার করেন এক্ট্রেস।

Ileana তার ছেলের নাম সহ ফটো পোস্ট করে বলেন "আমরা খুব খুশির সাথে আমাদের ছোট্ট শিশু কে স্বাগত জানাই। আমাদের হৃদয় ভরে গেছে, আমরা খুব খুশি "

পোস্টটিতে তিনি আরও বলেছেন যে তার সন্তানের জন্ম হয়েছে পয়লা আগস্ট ২০২৩ এ।

আরও স্টোরি দেখতে Telegram জয়েন করুন।