ভুল করেও ডাউনলোড করবেন না ! ফাঁকা হয়ে যেতে পারে পুরো ব্যাঙ্ক ব্যালান্স !!

ইতিমধ্যে মুম্বাই পুলিশ পিঙ্ক হোয়াটস্যাপ  সম্বন্ধে সতর্কবার্তা জারী করেছে।

পিঙ্ক থিমের এই হোয়াটস্যাপ ভার্সনটি ভুল করেও কোনো সোর্স থেকে ডাউনলোড করবেন না। এটি হ্যাকারদের তৈরি একটি ম্যালওয়্যার।

মুম্বাই পুলিশ জানিয়েছে , এটি একটি phishing attempt . হোয়াটস্যাপ এর এই ভার্সনটি ডাউনলোড করলে সমস্ত পার্সোনাল ইনফরমেশন চলে যাবে হ্যাকারদের কাছে।

এই পার্সোনাল ইনফরমেশন কাজে লাগিয়ে আপনার ব্যাঙ্ক ব্যালান্স সাফ করে দিতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে হ্যাকারদের।

হ্যাকাররা মূলত আপনাকে হোয়াটস্যাপ এর নতুন ফীচারের লোভ দেখিয়ে এটি ইনস্টল করার জন্য প্রেরণা দিতে পারে।