ব্যাঙ্কের গ্যারান্টি ছাড়াই নেওয়া যাবে ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন! ২০২৩ বাজেটে শিল্পী ও কারিগরদের জন্যে নতুন প্রকল্প নিয়ে এলো সরকার।

দেশবাসীর জন্যে কেন্দ্রীয় সরকার চালু করলেন নতুন প্রকল্প। দেশের শিল্পী ও কারিগরদের যোগ্য সম্মান দিয়ে শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে এমনটাই দাবি মোদী সরকারের।  

১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তীতে এই প্রকল্পের শুভসূচনা করলেন প্রধানমন্ত্রী। বিশ্বকর্মা শ্রম সম্মান যোজনার উদ্দেশ্য হলো দক্ষ কারিগরদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। 

 আবেদনকারীদের নিজ নিজ ক্ষেত্রে স্কিল ট্রেনিং দেওয়া হবে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের। ট্রেনিং চলাকালীন আবেদনকারীরা বৃত্তি হিসেবে প্রতিদিন ৫০০ টাকা করে পাবেন।

 প্রথম পর্যায় ১ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে মাত্র ৫ % সুদের হরে। সেই লোন শোধ করতে হবে ১৮ মাসের মধ্যে।  দ্বিতীয়বার আবার লোন নেওয়া যাবে ২ লক্ষ টাকা পর্যন্ত যা শোধ করতে হবে ৮ শতাংশ সুদের হরে ৩০ মাসের মধ্যে।

 ট্রেনিং শেষ হওয়ার পর কাজের জন্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্যে সরকার থেকে শিল্পী দের দেওয়া হবে ১৫০০০ টাকা। যা কিন্তু সরকারকে ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। এই টাকা পুরোপুরি দেওয়া হবে কাজের সামগ্রী কেনার জন্যে।

এই প্রকল্প পুরোপুরি অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদন নিজের থেকে করা যাবে না। আবেদন করার জন্যে পার্শবর্তী CSC অর্থাৎ Customer Service Centre এ যেতে হবে। 

এই যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://pmvishwakarma.gov.in এই ওয়েবসাইটে। 

নিকটবর্তী CSC সেন্টারে যোগাযোগ করুন। আধার কার্ড এর সাথে অবশ্যই ফোন নম্বর লিংক থাকতে হবে। অনলাইন আবেদন করার পর সেখান থেকে সার্টিফিকেট, আইডি কার্ড, QR ডাউনলোড করতে পারবেন। 

PM Viswakarma Yojana সম্বন্ধে আরও জানতে নিচে ক্লিক করুন