হরিয়ানার ফিটনেস কিং Ankit Baiyanpuria নিজের দেশি স্টাইল কসরতের জন্যে প্রসিদ্ধ।
Ankit Baiyanpuria একজন ফিটনেস ইনফ্লুয়েন্সের সম্প্রীতি 75 Days hard challenge করে নেটিজেনদের কাছে বিখ্যাত Ankit
রবিবার Swachchta Hi Seva সেই কর্মসূচির প্রচারে প্রধানমন্ত্রী নিজে দেখা করেন ফিটনেস ইনফ্লুয়েন্সের Ankit Baiyanpuria র সাথে।
তাঁদের আলাপচারিতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তে পোস্ট করেছেন অঙ্কিত। যেখানে দুজনকেই ঝাড়ু হাতে আবর্জনা পরিষ্কার করতে দেখা যাচ্ছে।
দেশের যুব সমাজকে ফিটনেস সম্পর্কে ইনফ্লুয়েন্স করার জন্যে প্রধানমন্ত্রী নিজে তাকে ধন্যবাদ জানান।
মোদী এও উল্লেখ করেন যে যেসমস্ত লোক জন মনে করেন জিমে না গেলে কসরত করা যায় না তাদের সেই ভ্রান্ত ধারণা অঙ্কিত ভেঙে ফেলেছেন।
অঙ্কিত বলেন প্রতিদিন 4-5 ঘন্টার ওয়ার্ক আউট করেন তিনি । তিনি বলেন শুধু শারীরিক বল নয় মানসিক ভাবে ফিট থাকার জন্যেও তিনি কাজ করেন।
প্রতিদিন গীতাপাঠ করে, বই পড়ে নিজেকে মানসিক ভাবে বিকশিত করার প্রচেষ্টা তার। প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়ার ইতিবাচকতা নিয়ে প্রশংসা করেন।
অঙ্কিতের প্রশংসা করে মোদি বলেন সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে কিভাবে ব্যবহার করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ হলেন Ankit Baiyanpuria
প্রধানমন্ত্রী বলেন দেশব্যাপী মানুষ যে স্বচ্ছতার উদ্যোগ নিয়েছেন, তেমনি ফিটনেস এবং সুস্থতাকে ও এর সাথে জুড়তে হবে। তবেই গড়ে উঠবে স্বচ্ছ ভারত, সুস্থ ভারত।
ক্লিক করুন
Ankit Baiyanpuria সম্পর্কে আরও জানতে নিচে ক্লিক করুন
Watch more