গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর I গুরু সাক্ষাত পর্ ব্রহ্মা তাস্মাই শ্রী গুরুরেব নমঃ II

ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি।

বিশ্বের দরবারে একজন রাজনীতিবিদ হওয়ার সাথে সাথে তিনি পরিচিত ছিলেন অতিজনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে। রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর ছাত্ররা জন্মদিন পালন করতে চাইলে, তিনি ইচ্ছে প্রকাশ করেন, দিনটিকে শুধু জন্মদিন হিসেবে সীমাবদ্ধ না রেখে শিক্ষক দিবস হিসেবে উদযাপিত করা হোক। সেই থেকে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বছরের প্রত্যেকটা দিনে প্রত্যেক ক্ষনে ক্ষণে আমরা যা কিছু শিখছি, যাদের থেকে শিখছি তাঁরা সকলেই আমাদের শিক্ষক। বাবা-মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সময়-পরিস্থিতি এই সবকিছুই আমাদের জীবনে চলার পথে অনেক কিছু শিখিয়ে যায়। আমাদের মানুষ হয়ে বাঁচতে শেখায়।

Teachers Day Speech in Bengali

Unique Gift For  Teachers Day

প্রিয় শিক্ষক-শিক্ষিকার ছবি এবং কিছু message কাঠের ওপর customize করে গিফট করা যেতে পারে।

1.  Customized Photo Plaque on Wood 

2. Scrap Book

প্রিয় টিচার এর জন্য হ্যান্ডমেড স্ক্র্যাপবুক গিফট করা যেতে পারে।

3. Creative Greeting Cards Teachers Day

4. Teachers' day bulletin board decorations

5. teachers day theme cake

ধ্রুবতারা বলে তাঁকে মানি, মাথা নত করি তাঁর কাছে; পড়ানোটা শুধু পেশা নয়, অদম্য নেশা যাঁর কাছে।