বিশ্বের দরবারে একজন রাজনীতিবিদ হওয়ার সাথে সাথে তিনি পরিচিত ছিলেন অতিজনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে। রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর ছাত্ররা জন্মদিন পালন করতে চাইলে, তিনি ইচ্ছে প্রকাশ করেন, দিনটিকে শুধু জন্মদিন হিসেবে সীমাবদ্ধ না রেখে শিক্ষক দিবস হিসেবে উদযাপিত করা হোক। সেই থেকে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বছরের প্রত্যেকটা দিনে প্রত্যেক ক্ষনে ক্ষণে আমরা যা কিছু শিখছি, যাদের থেকে শিখছি তাঁরা সকলেই আমাদের শিক্ষক। বাবা-মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সময়-পরিস্থিতি এই সবকিছুই আমাদের জীবনে চলার পথে অনেক কিছু শিখিয়ে যায়। আমাদের মানুষ হয়ে বাঁচতে শেখায়।
প্রিয় শিক্ষক-শিক্ষিকার ছবি এবং কিছু message কাঠের ওপর customize করে গিফট করা যেতে পারে।