জানলে অবাক হবেন তুলসী পাতার এই ১০ অজানা গুণ 

Arrow
Arrow
Arrow
Tilted Brush Stroke

পরের পেজ দেখুন

এক গ্লাস গরম জলে তুলসী পাতার রস মিশিয়ে পান করলে জ্বর কমে যাবে এবং সাধারণ স্বাস্থ্য উন্নত হবে।

Medium Brush Stroke

জ্বর প্রতিরোধে সহায়তা করে।

1

সর্দি-কাশি প্রতিরোধ করতে কিভাবে তুলসী সেবন করা উচিত ?

1

সর্দি-কাশি প্রতিরোধে tulsi patar upokarita খুব বেশি। ১০-১২ টি তুলসী পাতা নিন, হাফ ইঞ্চি আদা ছেঁচে নিন , ২-৩ টি লবঙ্গ, ৫-৬ টি গোলমরিচ নিন, হাফ চা চামচ কালো নুন আর ১ চামচ মধু নিয়ে ১ কাপ জলে ফুটিয়ে নিন। 

1

দিনে ২ থেকে ৩ বার এটি সেবন করলে সর্দি-কাশি ভয়ে পালিয়ে যাবে।

Medium Brush Stroke

কোষ্টকাঠিন্য দূর করে

পায়খানা পরিষ্কার না হলে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য (constipation) হলে আমাদের আরো বড়োবড়ো অনেক রোগের সম্মুখীন হতে হয়। 

Medium Brush Stroke

কোষ্টকাঠিন্য দূর করে

তুলসী পাতা ব্যবহার করে পেটের সমস্যা দূর করা যায়। এটি অতিসার, কবজ, পাচনতন্ত্র সম্পর্কিত সমস্যাগুলো দূর করে পেট স্বাস্থ্যকে উন্নত করে।

Medium Brush Stroke

রূপচর্চা

২ টেবিল চামচ তুলসী পাতার পেস্ট এর সঙ্গে ১-২ টি লবঙ্গ (clove) , সামান্য পরিমান জল মিশিয়ে বেটে ব্রন এর ওপর লাগালে ব্রণ জাতীয় সমস্সমস্যার সমাধান হয়।

তুলসীর আরও গুনাগুন সম্বন্ধে জানতে  নিচে ক্লিক করুন