Threads vs Twitter : মহাযুদ্ধ !! 

জেনে নিন কি এই Threads অ্যাপ ! কি করা যাবে এই অ্যাপ  দিয়ে ?

টুইটার  কি বিপদে পড়লো ?

কি ?

এককথায় বলা যেতে পারে এটি টুইটার এর একটি COMPETITOR . এতে ৫০০ অক্ষরযুক্ত পোস্ট করা যেতে পারে। সাথে ছবি ও ভিডিও শেয়ার করা যেতে পারে।

কিভাবে ডাউনলোড করা যাবে ?

এটি অ্যানড্রয়েড ও ios দুটি ডিভাইস এর ক্ষেত্রেই অ্যাপস্টোর ও গুগল প্লেস্টোর থেকে ইনস্টল করা যাবে। এছাড়াও এর ওয়েব ভার্সন রয়েছে  threads.net এ। 

সম্প্রতি মার্ক জুকেরবার্গ এই প্লাটফর্মটি ঘোষণা করলেন। এটি Meta এরই একটি অংশ।  যেটি ইনস্টাগ্রাম এর সঙ্গে লিংকড থাকবে। আপনি এটিতে ইনস্টাগ্রামের মাধ্যমেই লগ ইন করতে পারবেন।

এতে লগ ইন করার জন্য প্রয়োজন হবে ইনস্টাগ্রামের Username ও পাসওয়ার্ড। আর আপনার ইনস্টাগ্রামের ফলোয়ারর্সরাই এখানে থাকবে আপনার ফলো লিস্ট এ।

এটি একটি ওপেন রিয়েল টাইম সোশ্যাল প্লাটফর্ম। যেখানে আপনি আপনার নিরপেক্ষ মতামত শেয়ার করতে পারবেন। এটি শীঘ্রই অন্যান্য সোশ্যাল প্লাটফর্ম এর সঙ্গে যুক্ত হবে।  আপনার Username এর মাধ্যমেই আপনাকে খুঁজে পাওয়া যাবে।

Twitter এর সাথে পায়ে পা মিলিয়ে চলতে সক্ষম হবে এই Threads . এতে User -রা  ৫০০ অক্ষরের পোস্ট ও ছবির সাথে ৫ মিনিট পর্যন্ত ভিডিও শেয়ার ও রিপোস্ট করতে পারবেন। এটিতে টুইটার এর অনেক সিমিলারিটি দেখা যাবে। 

বর্তমানে  ইনস্টাগ্রামের algorithm মেনে চলবে এই অ্যাপটি। এখনো পর্যন্ত কোনোরকম বিজ্ঞাপন চালানোর কথা জানা যায়নি। অ্যাপটি আপনার স্মার্টফোনে ব্যবহার করতে শীঘ্রই ইনস্টল করুন।