Chandan Face pack in Bengali: ‘চন্দন‘ কাঠ প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসা এমন এক সামগ্রী যার জুড়ি মেলা ভার। আয়ুর্বেদিক ঔষধি হিসেবে হোক কিংবা ধর্মীয় ক্ষেত্রে পুজোপাঠের জন্যে অথবা ধরুন রূপচর্চা সব ক্ষেত্রেই চন্দন অনন্য।
যেকোনো শুভকাজে চন্দন ব্যবহার must. আয়ুর্বেদে চন্দন থেকে বিভিন্ন ওষুধ তৈরী হয় যা হৃদরোগ, চর্মরোগ এবং মানসিক রোগে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চন্দন এর প্রকৃতি হলো এটি ভীষণ শীতল। তাই কোথাও পুড়ে গেলে জ্বালা কমানোর ওষুধ হিসেবেও চন্দন ব্যবহার করা হয়।
ত্বকের যত্নে চন্দন একাই একশো। প্রাচীন কালে মেয়েদের রূপচর্চার বেসিক উপকরণ ছিল চন্দন। বর্তমানে চন্দনের দুর্লভতা সকলেরই জানা। এই দুর্লভতাই চন্দন বা চন্দনজাত জিনিস এর মূল্য বাড়িয়ে দেয়। বর্তমানে বিভিন্ন বাজারজাত বিউটি প্রোডাক্টস, কসমেটিক প্রোডাক্টস এ চন্দন প্রধান উপকরণ হিসেবে পাওয়া যায়। কিন্তু তাতে মিশে থাকে নানা রাসায়নিক দ্রব্য যা ত্বকের ক্ষতি করে, বয়সের আগেই মুখে আনে বলিরেখা। আবার তাদের দামও হয় আকাশছোঁয়া যা হয়তো সাধারণ মধ্যবিত্ত লোকের নাগালের বাইরে।
যদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই ত্বকের জেল্লা ফেরানো যেতে পারে তবে রাসায়নিক দ্রব্য মিশ্রিত ক্ষতিকর বিউটি প্রোডাক্টস বেশি দাম দিয়ে কিনে ব্যবহার করার দরকারই বা কি। আসুন জেনে নিই 7টি chandan face pack in bengali যা আপনার ত্বককে নিয়ে যাবে তার শ্রেষ্ঠতম পর্যায়।
আরও পড়ুন :
- Besan Face Pack: কাঁচের মতো চমকাবে Skin, Korean Glass Skin
- Gondhoraj Lebu: খাওয়ারের স্বাদ বৃদ্ধি তো করেই, সাথে চুলপড়া ফুলস্টপ !
- Thankuni Patar Upokarita: জানেন কি থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা কি !!
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
Contents
- 1 Chandan Face Pack in Bengali Benefits
- 2 Best Chandan Face Pack in Bengali
- 2.1 ১) চন্দন গোলাপজল ফেসপ্যাক ( Chandan Rosewater Face Pack)
- 2.2 ২) হলুদ-চন্দন ফেস প্যাক (Haldi Chandan Face Pack)
- 2.3 ৩) চন্দন-নিম ফেস প্যাক (Chandan Neem Face Pack)
- 2.4 ৪) চন্দন-বেসন ফেস প্যাক (Chandan Face Pack in Bengali For Oily Skin)
- 2.5 ৫) চন্দন-দুধ ফেস প্যাক (Chandan Face Pack in Bengali For Dry Skin)
- 2.6 ৬) চন্দন-এলোভেরা ফেস প্যাক (Chandan Face Pack in Bengali For Sun Tan Or Sun Burn)
- 2.7 ৭) চন্দন-মধু ফেস প্যাক (Chandan Honey Face Pack in Bengali)
- 3 চন্দনের অপকারিতা
- 4 আসল চন্দন চেনার উপায় কি (How to Identify real Chandan Wood in Bengali) ?
Chandan Face Pack in Bengali Benefits
- ব্রণ, ফুঁসকুঁড়ি, নানারকম দাগ মুখে থাকলে, চন্দন ব্যবহার করলে দাগ থেকে মুক্তি পাওয়া যায় সে যত পুরোনো দাগই হোক না কেন। নিয়মিত চন্দন ফেস প্যাক ব্যবহার করলে গাঢ় থেকে গাঢ় দাগ ও ফেড হয়ে আসে। তাই chandan er upokarita benefits অপরিসীম।
- চন্দনে রয়েছে এন্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। তাই chandan face pack ব্যবহার করলে ব্রণ বা acne এর সমস্যা হয়না। আর আগের থেকে মুখে ব্রণ হয়ে থাকলে তা থেকে সহজে মুক্তি পাওয়া যায়।
- Sun tan বা sun burn দূর করা যায় chandan face pack ব্যবহার করে।
- নিয়মিত চন্দনের ব্যবহার আপনার ত্বক থেকে বয়সের ছাপকে দূরে রাখে।
- চন্দন ত্বকের আদ্রতা বাড়ায় , ত্বক উজ্বল করে।
Best Chandan Face Pack in Bengali
১) চন্দন গোলাপজল ফেসপ্যাক ( Chandan Rosewater Face Pack)
উপকরণ:
- চন্দন কাঠ বা চন্দন গুঁড়ো
- গোলাপজল
উপকারিতা: চন্দন গুঁড়োর সাথে পরিমান মতো গোলাপজল মিশিয়ে নিয়ে মুখে, ঘাড়ে apply করে দশ মিনিট রাখুন। দশ মিনিট পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। এই ফেস প্যাক হলো চন্দন দিয়ে ফর্সা হওয়ার উপায়। এটি ত্বক কে lighten করে, ত্বকের complexation দূর করে, ত্বক আদ্র রাখে।
২) হলুদ-চন্দন ফেস প্যাক (Haldi Chandan Face Pack)
উপকরণ:
- হলুদ গুঁড়ো
- চন্দন গুঁড়ো
- দই
উপকারিতা: সমস্ত জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে, মিশ্রণটি মুখে, গলায়, ঘাড়ে ভালো করে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অল্প দিনের মধ্যে স্কিন হবে উজ্বল চকচকে। সবাই জানতে চাইবে আপনার glowing স্কিনের রহস্য !
৩) চন্দন-নিম ফেস প্যাক (Chandan Neem Face Pack)
উপকরণ:
- চন্দন গুঁড়ো
- নিম গুঁড়ো বা নিম পাতা বাটা
উপকারিতা: এই ফেস প্যাক নিয়মিত ব্যবহার করলে গুরু থেকে গুরুতর acne এর সমস্যাও দূর করা যেতে পারে।
৪) চন্দন-বেসন ফেস প্যাক (Chandan Face Pack in Bengali For Oily Skin)
উপকরণ:
- চন্দন গুঁড়ো
- বেসন
- জল
উপকারিতা: এই ফেস প্যাক ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। ত্বকের গভীরে গিয়ে ত্বকের pores ক্লিন করে। যাদের oily skin রয়েছে, তারা এই ফেস প্যাক ব্যবহার করলে অয়েল সিক্রেশন কন্ট্রোল করা যেতে পারে।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
৫) চন্দন-দুধ ফেস প্যাক (Chandan Face Pack in Bengali For Dry Skin)
উপকরণ:
- চন্দন গুঁড়ো
- কাঁচা দুধ
উপকারিতা: কাঁচা দুধ হলো ন্যাচারাল cleanser. চন্দন-দুধ মিশ্রিত এই ফেস প্যাক ব্যবহার করলে, ড্রাই স্কিন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে dehydration এর সমস্যা কমে। ত্বকের আদ্রতা বজায় রাখে।
৬) চন্দন-এলোভেরা ফেস প্যাক (Chandan Face Pack in Bengali For Sun Tan Or Sun Burn)
উপকরণ:
- চন্দন গুঁড়ো
- এলোভেরা জেল
উপকারিতা: এই ফেস প্যাক sun tan বা sun burn এর সমস্যা কমায়। ত্বকে কোনো পোড়াভাব থাকলে তাকে শীতল করে। ত্বককে moisturize করে।
৭) চন্দন-মধু ফেস প্যাক (Chandan Honey Face Pack in Bengali)
উপকরণ:
- চন্দন গুঁড়ো
- মধু
উপকারিতা: মধুতে রয়েছে এন্টিমাইক্রোবিয়াল এবং anti-inflammatory property, যা ত্বকের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। এই ফেসপ্যাক ব্রোনোর সমস্যা কমিয়ে, blemishes ক্লিয়ার করতে সাহায্য করে।
চন্দনের অপকারিতা
ন্যাচারাল জিনিসের কোনো সাইড এফেক্ট থাকেনা। এটি ত্বকের কোনোরকম ক্ষতি সাধন করেনা। তবে জিনিসটি ব্যবহার করার আগে এর সম্পর্কে কিছু জিনিস জেনে রাখা ভালো। চন্দন প্রকৃতিগতভাবে খুব ঠান্ডা। অসময়ে চন্দনের ব্যবহার ঠান্ডা লাগার সম্ভাবনা বাড়ায়। তাই রাতের দিকে বা শীতকালে নিয়মিত চন্দন ফেসপ্যাক ব্যবহার করার আগে, চন্দনের এই প্রকৃতির ওপর বিশেষ খেয়াল রাখা উচিত।
আসল চন্দন চেনার উপায় কি (How to Identify real Chandan Wood in Bengali) ?
কেবলমাত্র চন্দন কাঠই এমন একটি কাঠ, যা জলে ডুবে যায়। যদি কাঠটি চন্দন না হয়ে নকল হয়, তবে কিন্তু সেটি না ডুবে জলে ভেসে থাকবে।
1 kg চন্দন কাঠের দাম কত ?
1 kg সাদা চন্দনের দাম প্রায় ৮০০০ টাকা।
1 kg সাদা চন্দনের দাম প্রায় ৫০০০ টাকা।
চন্দন পাউডার ব্যবহারের নিয়ম কি / চন্দন মুখে লাগানোর নিয়ম কি ?
ওপরে দেওয়া ৭ টি chandan face pack in bengali এর মধ্যে থেকে আপনার স্কিন কন্ডিশন অনুযায়ী যেকোনো একটি ব্যবহার করতে পারেন।
চন্দন মুখে দিলে কি হয় ?
মুখে মাখার জন্য চন্দন use করলে স্কিন টোন বেটার হয়। জেল্লাদার উজ্বল ত্বক পাওয়া যায়। চন্দন দিয়ে রূপচর্চার জন্য রইলো ওপরের ৭ টি ফেস প্যাক।
চন্দন কাঠ কি পানিতে ভাসে ?
না, চন্দন কাঠের ঘনত্ব খুব বেশি হওয়ার কারণে চন্দন কাঠ জলে ডুবে যায়, যা অন্য কোনো কাঠের ক্ষেত্রে হয়না। এটাই হলো আসল চন্দন চেনার উপায়।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !