“হরিনাম বিনে রে ভাই
গোবিন্দ নাম বিনে,
বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে।”
Janmashtami quotes in bengali.
জন্মাষ্টমী অর্থাৎ শ্রী কৃষ্ণের জন্মোৎসব হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে বিশেষ একটি উৎসব। কথিত আছে একশত একাদশী পালন করলে যে পুন্য ফল পাওয়া যায় কেবল একবার জন্মাষ্টমী ব্রত পালন করলেই তার সমান পুন্য অর্জন করা যায়। লোক মুখে এ ও শোনা যায় যে জন্মাষ্টমী ব্রত পালন করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ হয়। জন্মাষ্টমী উৎসব মথুরা এবং বৃন্দাবনে খুব বড়ো করে পালিত হয়। কেউ যদি বাড়িতে নাড়ু গোপাল এর বিগ্রহ রেখে থাকেন, অথবা বাড়িতেই জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন তবে কি কি আচার নিয়ম পালন করে জন্মাষ্টমী ব্রত, পারণ পালন করবেন, পুজো সামগ্রী, ভোগ, কি কি করবেন এবং কি করা চলবে না সেই সম্বন্ধে বিশদে জেনে নেওয়া যাক।
আরো পড়ুন :
- Thankuni Patar Upokarita: জানেন কি থানকুনি পাতার উপকারিতা ও অপকারিতা কি !!
- সুস্বাদু Bengali Malpua Recipe, সহজ পদ্ধতিতে
- GST on Online Gaming: অনলাইন গেমিং এ কি 28% GST থাকবে ? GST Counsil Meet 2nd Aug, 2023
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
Contents
- 1 Janmashtami Date 2023 in Bengali
- 2 ছোটদের জন্মাষ্টমী কবিতা(Poem on Janmashtami)
- 3 জন্মাষ্টমী স্পেশাল গান (Janmashtami Song Download MP3/ Krishna Janmashtami Bhajan Lyrics)
- 4 Krishna Janmashtami Whatsapp Status Video Download | Janmashtami Video Status Download
- 5 গোপালের জন্যে স্পেশাল কেক (Janmashtami Special Cake)
- 6 Janmashtami ব্রতকথা PDF
Janmashtami Date 2023 in Bengali
জন্মাষ্টমী ২০২৩ সময়সূচি বাংলা:
ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের রাতের সাত প্রহরের পর অষ্টম প্রহরে রোহিনী নক্ষত্রের প্রাধান্যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এবছর এই শুভ দিনটি পড়েছে বাংলার পঞ্চামৃত তারিখ ১৪৩০ এর ১৯ ভাদ্র এবং শুভ জন্মাষ্টমী ২০২৩ তারিখ হলো ইংরেজির 6 সেপ্টেম্বর, ২০২৩ বুধবার।
- অষ্টমী তিথির সময়কাল 6 সেপ্টেম্বর দুপুর ৩.৩৮ মিনিট – 7 সেপ্টেম্বর বিকেল ৪.১৫ মিনিট।
- পুজোর শুভ মুহূর্ত 6 সেপ্টেম্বর মধ্যরাত্রি ১২.০২ মিনিট – ১২.৪৮ মিনিট।
- জন্মাষ্টমী পারণ 7 সেপ্টেম্বর দুপুর ৩.১৯ মিনিট
পুজো সামগ্রী:
ভগবান অল্পতেই সন্তুষ্ট। পুজোর জন্যে বিশেষ কোনো আড়ম্বর প্রয়োজন হয় না। ভক্তি, নিষ্ঠা, প্রেম মনে নিয়ে সাধ্যমতো যতটুকু পারা যায় তা আয়োজন করেই ভগবান কে স্মরণ করা যায়। তবে খেয়াল রাখতে হয় বিশেষ কিছু নিয়ম অথবা বিশেষ কিছু পুজো সামগ্রী যা ছাড়া পুজো সম্পন্ন হয় না। বাড়িতে পুজোর আয়োজন করলে কি কি সামগ্রী অবশ্যই অর্পণ করবেন আসুন জেনেনি।
- অভিষেকের জন্যে লাগবে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি/ বাতাসা ইত্যাদি মিশিয়ে একটি মিশ্রণ যাকে পঞ্চামৃত বলা হয়।
- চন্দন বাটা
- ফুল, ফুলের মালা (জুঁই, রজনীগন্ধা, টগর)
- তুলসীপাতা অতি অবশ্যই প্রয়োজন। তুলসী ছাড়া পুজো অসম্পূর্ণ বলা চলে। এছাড়া প্রয়োজন তুলসীদল এবং তুলসী মঞ্জরীএগুলিও প্রয়োজন।
- স্নানাভিষেকের পর লাগবে গোপালের নতুন বস্ত্র।
- গোপালের জন্যে ছোট দোলনা।
- ঘি এর প্রদীপ, ধুপ, ধুনো, আতপ চাল।
- একটি গোটা পদ্মফুল চন্দন যোগে কৃষ্ণের পায়ে নিবেদন করতে পারলে, মা লক্ষীর কৃপা পাওয়া যায় এমন কথিত আছে। তাই পদ্ম অর্পণ করা যেতে পারলে শুভ।
পুজোর ভোগ নিবেদন (Janmashtami Vog in Bengali):
- মাখন এবং মিছরি নাড়ু গোপালের খুবই প্রিয় এমনটা মান্যতা রয়েছে তাই এই দুটি জিনিস অবশ্যই যাতে অর্পণ করা যায় সেদিকে খেয়াল রাখবেন।
- এছাড়া ভোগে দিতে পারেন মিষ্টি, কুচোনো ফল, গোটা ফল, বেদানা প্রভৃতি।
- তালের তৈরী যেকোনো জিনিস যেমন তালের বড়া, তালের মালপোয়া যাহোক কোনো একটি উপকরণ জন্মাষ্টমী পুজোতে ভোগ হিসেবে নিবেদন করতে হয়।
জন্মাষ্টমীর পুজোতে কোনো অন্নভোগ নিবেদন হয় না।
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !
গৃহস্থের জন্মাষ্টমী পুজোর নিয়মাবলী:
- যেদিন রাতে জন্মাষ্টমীর পুজো দেবেন সেদিন ভোরে উঠে স্নান করে ঘরে এবং বাড়ির মুখ্য দুয়ারে হলুদ জলের প্রলেপ দিতে হয়।
- ঠাকুরঘর পরিষ্কার পরিছন্ন করে ঠাকুর ঘর এবং বাড়ির বিভিন্ন জায়গাতে আলপনা দেওয়া।
- ঠাকুরঘরে ঘি এর প্রদীপ জ্বালানো, ধুপ ধুনো দেওয়া।
- এবার janmashtami পুজোতে বসার সময় ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবতার জলাভিষেক করা আবশ্যিক।
- পঞ্চামৃততে তুলসীপাতা, তুলসীমঞ্জরী দিয়ে লাডডু গোপাল ও রাধারাণীর স্নানাভিষেক, তারপর চন্দন বাটা ও জল দিয়ে অভিষেক করা।
- অভিষেকের পর গোপালকে নতুন বস্ত্র পড়িয়ে দোলনায় রাখতে হয়।
- গোপাল ও রাধারাণীকে চন্দন পড়িয়ে ফুলের মালা পড়িয়ে সাজানো।
- স্নানাভিষেক এবং পুরো এই পক্রিয়া চলাকালীন মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র, অথবা ওঁ নমঃ ভগবতে এই মন্ত্র জপ করবেন।
- এরপর মিছরি, মাখন, এবং যা যা ভোগ সামগ্রী আপনি নিবেদন করবেন সেগুলি সব তুলসীপাতা সহযোগে ভগবানকে অর্পণ করুন।
- ভোগ নিবেদনের পর আরতির পালা।
- আরতির পর কৃষ্ণলীলা শ্রবণ, অষ্টাওর শতনাম পাঠ, জন্মাষ্টমী ব্রতকথা জন্মাষ্টমীর আগের দিন পাঠ।
- সবশেষে প্রণাম মন্ত্র বলে পুজো সমাপন।
জন্মাষ্টমী পারণ:
এবছর জন্মাষ্টমীর পারণ পড়েছে 7 sept দুপুর ৩.১৯ মিনিটে। এদিন লুচি সুজি ভোগ অর্পণ করে পারণের পর তা প্রসাদ হিসেবে গ্রহণ করা যেতে পারে।
পুজোর দিন আহার এর নিয়ম:
জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার খেতে হয়। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পুজো না হওয়া অবধি উপবাস। তবে যারা এতক্ষন উপবাস করে থাকতে পারবেন না তারা দুপুর ১২টার পর পুজো সেরে নিতে পারেন। সেক্ষেত্রে দুপুর ১২ টার পর জন্মাষ্টমী পুজো সমাপন করে শরবত, জুস, লাল চা খাওয়া যেতে পারে। তবে দানা জাতীয় খাদ্য নিষিদ্ধ।
ছোটদের জন্মাষ্টমী কবিতা(Poem on Janmashtami)
Krishna!! Krishna!!
Yes Maiya !!
Eating mud !
No Maiya !!
Telling lie ?
No Maiya !!
Open your mouth !
Ha Ha Ha !!
জন্মাষ্টমী স্পেশাল গান (Janmashtami Song Download MP3/ Krishna Janmashtami Bhajan Lyrics)
নিচে কিছু জন্মাষ্টমী স্পেশাল ভজন গানের ডাউনলোড লিংক দেওয়া হলো !
Woh Kisna Hai | Download |
ACHYUTAM KESHAVAM KRISHNA DAMODARAM | Download |
শ্রীকৃষ্ণের ১০৮ নাম | Download |
Govind Bolo | Download |
Soja Zara | Download |
Krishna Janmashtami Whatsapp Status Video Download | Janmashtami Video Status Download
কৃষ্ণা জন্মাষ্টমী তে হোয়াটসএপ স্ট্যাটাস এর জন্য HD ফটো আর ভিডিও তো চাইই !! নিচে কিছু HD photo এবং video ডাউনলোড এর লিংক দেওয়া হলো –
গোপালের জন্যে স্পেশাল কেক (Janmashtami Special Cake)
জন্মাষ্টমী স্পেশাল বিভিন্ন ধরণের কেক দেখার জন্য এখানে ক্লিক করুন।
Janmashtami ব্রতকথা PDF
জন্মাষ্টমী ব্রত কথা বাংলায় download করুন।
জাগতিক মঙ্গলকামনা ও অশুভ অকল্যাণ দূর করতে আমরা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করে থাকি। সকলের জীবন আনন্দময়, শুভ হয়ে উঠুক জন্মাষ্টমীর এই পুন্য লগ্নে। সকলের জন্যে রইলো শুভ জন্মাষ্টমী ২০২৩ এর অসংখ্য শুভেচ্ছা। হরে কৃষ্ণ !!!
আরও নতুন পোস্ট সবার আগে পেতে Telegram জয়েন করুন !